অ্যামি ম্যাডিগান

অ্যামি ম্যারি ম্যাডিগান (ইংরেজি: Amy Marie Madigan; জন্ম: ১১ সেপ্টেম্বর ১৯৫০)[1] হলেন একজন মার্কিন অভিনেত্রী, প্রযোজক ও গায়িকা। তার অভিনীত প্রথম সমাদৃত চলচ্চিত্র হল লাভ চাইল্ড (১৯৮২), যার জন্য তিনি বর্ষসেরা নবীন অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ১৯৮৫ সালের টোয়াইস ইন আ লাইফটাইম চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্লেসেস ইন দ্য হার্ট (১৯৮৪), ফিল্ড অব ড্রিমস (১৯৮৯), আঙ্কল বাক (১৯৮৯), দ্য ডার্ক হাফ (১৯৯৩), পোলক (২০০০) এবং গন বেবি গন (২০০৭)।

অ্যামি ম্যাডিগান
Amy Madigan
জন্ম
অ্যামি ম্যারি ম্যাডিগান

(1950-09-11) ১১ সেপ্টেম্বর ১৯৫০
যেখানের শিক্ষার্থীমার্কেট বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী, প্রযোজক, গায়িকা
কার্যকাল১৯৭৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীএড হ্যারিস (বি. ১৯৮৩)
সন্তান

ম্যাডিগান ১৯৮৯ সালের টেলিভিশন চলচ্চিত্র রো ভার্সাস ওয়েড-এ অভিনয় করে সেরা টিভি পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র বিভাগে সেরা মুখ্য অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অন্যান্য টিভি কাজগুলো হল আ ব্রাইট শাইনিং লাই, জাস্ট আ ড্রিমকার্নিভেল

তথ্যসূত্র

  1. "Amy Madigan Biography (1950?-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.