ক্যামরিন ম্যানহেইম
ক্যামরিন ম্যানহেইম (ইংরেজি: Camryn Manheim; ৮ মার্চ ১৯৬১)[1] হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি এবিসির দ্য প্র্যাকটিস ধারাবাহিকে অ্যাটর্নি এলিনর ফ্রুট, সিবিএসের ঘোস্ট হুইসপারার ধারাবাহিকে ডেলিয়া ব্যাঙ্কস, এলভিস মিনি ধারাবাহিক গ্লাডিস প্রেসলি এবং পারসন অব ইন্টারেস্ট ধারাবাহিকে "কনট্রোল" চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। প্র্যাকটিস ধারাবাহিকে তার কাজের জন্য তিনি নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি এলভিস মিনি ধারাবাহিকের জন্য একটি করে প্রাইমটাইম এমি ও গোল্ডেন গ্লোবের মনোনয়ন লাভ করেন।[2][3]
ক্যামরিন ম্যানহেইম | |
---|---|
Camryn Manheim | |
![]() ২০০৭ সালে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে ম্যানহেইম | |
জন্ম | ক্যাডওয়েল, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র | ৮ মার্চ ১৯৬১
যেখানের শিক্ষার্থী | ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা ক্রুজ (বিএফএ) |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ১৯৮৩-বর্তমান |
তথ্যসূত্র
- "Camryn Manheim Biography (1961-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯।
- "Camryn Manheim"। এমিস (ইংরেজি ভাষায়)। টেলিভিশন একাডেমি। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯।
- "Camryn Manheim"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ক্যামরিন ম্যানহেইম সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজ ক্যামরিন ম্যানহেইম (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্যামরিন ম্যানহেইম
(ইংরেজি) - রটেন টম্যাটোসে ক্যামরিন ম্যানহেইম (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.