ক্যাথি বেট্স
ক্যাথি বেট্স নামে সুপরিচিত ক্যাথলিন ডয়েল বেট্স (ইংরেজি: Kathleen Doyle Bates; জন্ম: ২৮ জুন ১৯৪৮)[1] হলেন একজন মার্কিন অভিনেত্রী ও পরিচালক। তিনি মঞ্চে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৩ সালের নাইট, মাদার মঞ্চনাটকে অভিনয় করে মঞ্চনাটকে শ্রেষ্ঠ কেন্দ্রীয় অভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি মিজারি (১৯৯০) চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসিত হন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে তিনি ফ্রাইড গ্রিন টম্যাটোস (১৯৯১), ডলোরেস ক্লেইবর্ন (১৯৯৫) ও টাইটানিক (১৯৯৭) চলচ্চিত্রে অভিনয় করেন।
ক্যাথি বেট্স | |
---|---|
Kathy Bates | |
![]() ২০১৫ সালে সান দিয়েগো কমিক-কন ইন্টারন্যাশনালে বেট্স | |
জন্ম | ক্যাথলিন ডয়েল বেট্স ২৮ জুন ১৯৪৮ মেম্ফিস, টেনেসি, মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেত্রী, পরিচালক |
কার্যকাল | ১৯৬৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | টনি কাম্পিসি (বি. ১৯৯১; বিচ্ছেদ. ১৯৯৭) |
আত্মীয় | ফিনিস এল. বেট্স (পিতামহ) |
টেলিভিশনে কাজের জন্য তিনি ১৪টি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং তন্মধ্যে দুটি হ্যারিস ল টেলিভিশন ধারাবাহিকের জন্য।[2] তিনি এফএক্স টেলিভিশনের ভীতিপ্রদ-থ্রিলার ধারাবাহিক আমেরিকান হরর স্টোরির তৃতীয় মৌসুমে মাদাম মারি দেলফিন লালোরি চরিত্রে অভিনয় করে একটি এমি পুরস্কার লাভ করেন। ২০১২ সালে তিনি সিবিএস চ্যানেলের হাস্যরসাত্মক ধারাবাহিক টু অ্যান্ড আহাফ মেন-এ চার্লি হারপার চরিত্রের ভূত ভূমিকায় অভিনয় করে অপর একটি এমি পুরস্কার লাভ করেন।[3]
প্রারম্ভিক জীবন
বেট্স ১৯৪৮ সালের ২৮শে জুন টেনেসির মেম্ফিসে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার তিন কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ। তার পিতা ল্যাংডন ডয়েল বেট্স ছিলেন একজন প্রকৌশলী এবং মাতা বার্টি ক্যাথলিন (জন্মনাম: টলবার্ট, ১৯০৭-১৯৯৭) ছিলেন একজন গৃহিণী।[1] তার পিতামহ ফিনিস এল বেট্স ছিলেন একজন আইনজীবী ও লেখক। তার একজন আইরিশ প্র-প্র-পিতামহ আয়ারল্যান্ড থেকে লুইসিয়ানার নিউ অরলিন্সে আসেন এবং তৎকালীন রাষ্ট্রপতি অ্যান্ড্রু জ্যাকসনের চিকিৎসকের দায়িত্ব পালন করেন।[4]
বেট্স ১৯৬৫ সালে হোয়াইট স্টেশন হাই স্কুল থেকে পাস করেন এবং সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিষয়ে পড়াশুনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি আলফা ডেল্টা পি সরোরিটির সদস্য ছিলেন।[5] ১৯৭০ সালে তিনি অভিনয়ে কর্মজীবন গড়ার লক্ষ্যে নিউ ইয়র্ক সিটিতে চলে যান।[6]
ব্যক্তিগত জীবন
বেট্স ১৯৯১ সালে টনি কাম্পিসির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছয় বছর পর ১৯৯৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।[7]
তথ্যসূত্র
- "Kathy Bates Biography (1948-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
- "Kathy Bates"। এমি পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
- প্রুডম, লরা (১৬ মার্চ ২০১৩)। "'American Horror Story: Coven': Kathy Bates To Star In Season 3, Featuring Witches And Filming In New Orleans"। হাফিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
- "Public Interview with Kathy Bates"। স্কটস মুভিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৮।
- "University of Washington Panhellenic Association"। University of Washington Panhellenic Association (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৮।
- "Kathy Bates"। বায়োগ্রাফি.কম (ইংরেজি ভাষায়)। ৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৮।
- "Married Oscar Winners Who Didn't Give Thanks and Later Split"। দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ক্যাথি বেট্স সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- অলমুভিতে ক্যাথি বেট্স (ইংরেজি)
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজ ক্যাথি বেট্স (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ক্যাথি বেট্স
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্যাথি বেট্স
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে ক্যাথি বেট্স
(ইংরেজি) - রটেন টম্যাটোসে ক্যাথি বেট্স (ইংরেজি)