জেসিকা চ্যাস্টেইন

জেসিকা চ্যাস্টেইন (ইংরেজি: Jessica Chastain;[lower-alpha 1] জন্ম: ২৪শে মার্চ, ১৯৭৭) হলেন একজন মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক। তিনি নারীবাদী বিষয়বস্তু সম্বলিত প্রবল ইচ্ছাশক্তি সমৃদ্ধ নারী চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। তিনি তার কর্মজীবনে একটি গোল্ডেন গ্লোব পুরস্কার এবং দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। টাইম সাময়িকীর ২০১২ সালের বিশ্বের ১০০ ক্ষমতাধর নারী তালিকায় তিনি একজন ছিলেন।

জেসিকা চ্যাস্টেইন
Jessica Chastain
২০১৫ সান দিয়েগো কমিক-কন-এ চ্যাস্টেইন
জন্ম (1977-03-24) ২৪ মার্চ ১৯৭৭
স্যাক্রামেন্টো কাউন্টি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র[lower-alpha 1]
শিক্ষাচারুকলায় স্নাতক
যেখানের শিক্ষার্থীস্যাক্রামেন্টো সিটি কলেজ
পেশাঅভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক
কার্যকাল২০০৪–বর্তমান
দাম্পত্য সঙ্গীজিয়ান লুকা পাসি দি প্রেপোসুলো (বি. ২০১৭)
পুরস্কারপূর্ণ তালিকা

নাট্যধর্মী জোলেন (২০০৮) চলচ্চিত্র দিয়ে চ্যাস্টেইনের চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি ২০১১ সালে টেক শেল্টারদ্য ট্রি অব লাইফসহ ৬টি চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে ব্যাপক সমাদৃত হন ও পরিচিতি লাভ করেন। দ্য হেল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১২ সালে থ্রিলারধর্মী জিরো ডার্ক থার্টি চলচ্চিত্রে সিআইএ এজেন্ট মিয়া চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং তার দ্বিতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। একই বছর দ্য এয়ারেস নাটক দিয়ে তার ব্রডওয়েতে অভিষেক হয়। তার সর্বোচ্চ আয়কারী দুটি চলচ্চিত্র হল বিজ্ঞান কল্পকাহিনীমূলক ইন্টারস্টেলার (২০১৪) ও দ্য মার্শিয়ান (২০১৫)। এছাড়া তিনি নাট্যধর্মী আমোস্ট ভায়োলেন্ট ইয়ার (২০১৪), মিস স্লোয়ান (২০১৬) ও মলিস গেম (২০১৭) চলচ্চিত্র দিয়ে প্রশংসা অর্জন করেন।

প্রারম্ভিক জীবন

চ্যাস্টেইন ১৯৭৭ সালের ২৪শে মার্চ ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টিতে জন্মগ্রহণ করেন।[lower-alpha 1][4] তার পিতা মাইকেল মোনাস্টেরিও ছিলেন একজন রক সঙ্গীতজ্ঞ এবং মাতা জেরি রেনি হ্যাস্টি (প্রদত্ত নাম: চ্যাস্টেইন)।[2][5] তার জন্মের সময় তার পিতামাতা কিশোর-কিশোরী ছিলেন। তার দুই বোন ও দুই ভাই রয়েছে। তার বোন জুলিয়েট মাদকাসক্ত হয়ে ২০০৩ সালে আত্মহত্যা করেন।[6] চ্যাস্টেইন তার মাতা ও সৎ বাবা মাইকেল হ্যাস্টির কাছে বড় হন। হ্যাস্টি একজন অগ্নি নির্বাপনকর্মী ছিলেন।[3][7] চ্যাস্টেইন বলেন তার সৎ বাবাই প্রথম ব্যক্তি যে তার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।[5] তার মাতামহ ম্যারিলিনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি বলেন ম্যারিলিন "সর্বদা আমার প্রতি বিশ্বাস রেখেছে।"[7][8]

কর্মজীবন

২০০৪-১০: প্রারম্ভিক কাজ

চ্যাস্টেইন প্রথম টেলিভিশনের জন্য অভিনয় করেন ২০০৪ সালে ওয়ার্নার ব্রস নেটওয়ার্কের সোপ অপেরা ডার্ক শ্যাডোস-এ ক্যারোলিন স্টোডার্ড ভূমিকায়। ধারাবাহিকটি পরিচালনা করেন পি. জে. হোগান, কিন্তু এটি সম্প্রচারিত হয়নি। পরবর্তী বছর তিনি মেডিক্যাল নাট্যধর্মী ধারাবাহিক ইআর-এ অতিথি চরিত্রে অভিনয় করেন। ২০০৪ থেকে ২০০৭ সালে তিনি ভেরোনিকা মার্স (২০০৪),[9] ক্লোজ টু হোম (২০০৬),[10]ল অ্যান্ড অর্ডার: ট্রায়াল বাই জুরি (২০০৫-২০০৬) টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন।[11]

২০১১-১৩: সাফল্য ও পরিচিতি

চ্যাস্টেইন ২০১১ সালে ৬টি চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে ব্যাপক সমাদৃত হন ও পরিচিতি লাভ করেন।[12] এই বছরে তার অভিনীত প্রথম চলচ্চিত্র টেক শেল্টার-এ তিনি মাইকেল শ্যাননের চরিত্রের স্ত্রী ভূমিকায় অভিনয় করেন। জেফ নিকোল্‌স পরিচালিত ছবিটি ২০১১ সালে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। দ্য ডেইলি টেলিগ্রাফ-এর সমালোচক টিম রোবি এই চলচ্চিত্রের গল্পবলায় চ্যাস্টেইনের অভিনয় কতটুকু ভূমিকা রেখেছে তা উল্লেখ করেন।[13] শেকসপিয়ারীয় বিয়োগান্ত নাটক অবলম্বনে রেফ ফাইঞ্জ নির্মিত করিওলানাস চলচ্চিত্রে তিনি ভার্জিলিয়া চরিত্রে অভিনয় করেন।[14] তার পরবর্তী চলচ্চিত্র ছিল ব্র্যাড পিটের বিপরীতে টেরেন্স মালিক পরিচালিত দ্য ট্রি অব লাইফ। এটি ২০০৮ সালে চিত্রায়িত হয়েছিল[15][16] এবং তিনি কোন প্রকার চিত্রনাট্য না পেয়েই এই চলচ্চিত্রের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে চিত্রায়ন চলাকালীন তিনি ও পিট তাদের দৃশ্য ও সংলাপ পরিবর্তন করেছিলেন।[17]

এই বছরে চ্যাস্টেইনের সেরা সাফল্য আসে দ্য হেল্প চলচ্চিত্রের মধ্য দিয়ে। ক্যাথরিন স্টকেটের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে তিনি ভায়োলা ডেভিস, অক্টাভিয়া স্পেন্সারএমা স্টোনের সাথে অভিনয় করেন।[18] এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[19][20] ২০১২ সালে থ্রিলারধর্মী জিরো ডার্ক থার্টি চলচ্চিত্রে সিআইএ এজেন্ট মিয়া চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং তার দ্বিতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। একই বছর দ্য এয়ারেস নাটক দিয়ে তার ব্রডওয়েতে অভিষেক হয়।

২০১৪-বর্তমান: বিজ্ঞান কল্পকাহিনী ও নারীবাদী চরিত্র

তার সর্বোচ্চ আয়কারী দুটি চলচ্চিত্র হল বিজ্ঞান কল্পকাহিনীমূলক ক্রিস্টোফার নোলান পরিচালিত ইন্টারস্টেলার (২০১৪) ও রিডলি স্কট পরিচালিত দ্য মার্শিয়ান (২০১৫)। এছাড়া তিনি নাট্যধর্মী আমোস্ট ভায়োলেন্ট ইয়ার (২০১৪), মিস স্লোয়ান (২০১৬) ও মলিস গেম (২০১৭) চলচ্চিত্র দিয়ে প্রশংসা অর্জন করেন।

ব্যক্তিগত জীবন

২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবে চ্যাস্টেইন।

২০০০-এর দশকে চ্যাস্টেইন লেখক ও পরিচালক নেড বেনসনের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। ২০১০ সালে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে।[21] ২০১২ সালে তিনি ইতালীয় অভিজাত পরিবার পাসি দে প্রেপসুলো কাউন্টের জিয়ান লুকা পাসি দে প্রেপোসুলোর সাথে সম্পর্কে জড়ান।[7] প্রেপসুলো ফ্যাশন ব্র্যান্ড মঙ্কলারের নির্বাহী।[22] ২০১৭ সালের ১০ই জুন তারা ইতালির কার্বোনেরায় প্রেপসুলোর পারিবারিক নিবাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[23] তারা নিউ ইয়র্ক সিটিতে বসবাস করেন।[24][25] ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে তাদের এক কন্যা জন্ম নেয়।[26] তার নাম গুলেত্তা পাসি চ্যাস্টেইন।[27]

চ্যাস্টেইন একজন নারীবাদী এবং তাকে প্রায়ই হলিউডে নারী ও ক্ষুদ্রগোষ্ঠীদের বৈষম্য নিয়ে কথা বলতে দেখা যায়।[28][29] তিনি দ্য হলিউড রিপোর্টার-এর ডিসেম্বর ২০১৫ সংখ্যায় হলিউড শিল্পে লিঙ্গ বৈষম্য নিয়ে মতামত কলাম লিখেন।[30] ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবে তিনি জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি অধিকাংশ চলচ্চিত্রে নারীর গৌণ ভূমিকা নিয়ে আক্ষেপ করেন।[31][32] তিনি নারী চলচ্চিত্র সমালোচকের কমতির অভিযোগ করেন, এবং তিনি মনে করেন এর ফলে চলচ্চিত্রে লিঙ্গ-নিরপেক্ষ দৃষ্টিকোণ বাধাপ্রাপ্ত হচ্ছে।[32] চ্যাস্টেইন চলচ্চিত্রের সেটে আরও লিঙ্গ ভারসাম্যের কথা বলেন, তন্মধ্যে রয়েছে চলচ্চিত্রের কলাকুশলীদের মধ্যে এবং ক্ষমতাধর অবস্থানে আরও নারীর উপস্থিতি।[33] সামাজিক মাধ্যমে চ্যাস্টেইন এই শিল্পে যৌন নিপীড়নের ভুক্তভোগীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।[34] যৌন নিপীড়ন ও বৈষম্য থেকে নারীদের রক্ষার জন্য ২০১৮ সালে তিনি হলিউডে ৩০০ নারীকে নিয়ে টাইম্‌স আপ আন্দোলন শুরু করেন।[35]

পুরস্কার ও মনোনয়ন

পাদটীকা

  1. While some sources give her birthplace as either the town of Sonoma, or the city of Sacramento, birth records indicate only Sacramento County. Sources differ on her middle name, which is mentioned as either Michelle or Howard.[1][2][3]

তথ্যসূত্র

  1. টমসন, ডেভিড (মে ৬, ২০১৪)। The New Biographical Dictionary of Film: Sixth Edition। নফ ডাবলডে পাবলিশিং গ্রুপ। পৃষ্ঠা 510। আইএসবিএন 978-1-101-87470-7।
  2. ওয়াকার, টিম (ডিসেম্বর ২৯, ২০১২)। "Jessica Chastain: The slow road to overnight success"দ্য ডেইলি টেলিগ্রাফ। মে ১৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৫, ২০১৬
  3. মুলকেরিন্স, জেন (নভেম্বর ২, ২০১৪)। "Jessica Chastain interview: on Interstellar, her rise to fame and being an outsider"দ্য ডেইলি টেলিগ্রাফ। নভেম্বর ২, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৩, ২০১৪
  4. "Jessica Chastain: Actress (1977–)"। বায়োগ্রাফি / এঅ্যান্ডই নেটওয়ার্ক। আগস্ট ১২, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১১, ২০১৭
  5. শোন, টম (ডিসেম্বর ২০১৩)। "Work of Art"। ভোগASIN B00GG4A2WU
  6. কিম্বল, লিন্ডসে (মে ৫, ২০১৬)। "Jessica Chastain on Her Sister's 2003 Suicide: 'You Never Really Think This Is Going to Happen'"পিপল। মে ৭, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৬, ২০১৬
  7. হিউড, সোফি (এপ্রিল ৯, ২০১৬)। "Jessica Chastain: 'It's a myth that women don't get along'"দ্য গার্ডিয়ান। এপ্রিল ১৫, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৬, ২০১৬
  8. হির্শবার্গ, লিন (অক্টোবর ১২, ২০১২)। "Jessica Chastain: Transformer"ডব্লিউ। এপ্রিল ২৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০১৬
  9. "Veronica Mars   Season 1, Episode 17: The Girl Next Door"TV.com। জুলাই ৩, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২২, ২০১৫
  10. "Close to Home   Season 1, Episode 13: The Rapist Next Door"। TV.com। মার্চ ৯, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২২, ২০১৫
  11. "Law & Order: Trial by Jury"। টিভি.কম। জুলাই ৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২২, ২০১৫
  12. প্রিগ, ম্যাট (সেপ্টেম্বর ১০, ২০১৪)। "Interview: Jessica Chastain wanted 'Eleanor Rigby' to have more of the female side"মেট্রো নিউ ইয়র্ক। জুলাই ২৩, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৩, ২০১৫
  13. "Take Shelter, review"দ্য ডেইলি টেলিগ্রাফ। নভেম্বর ২৪, ২০১১। মে ৯, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৬
  14. ডার্গিস, মানোহলা (ডিসেম্বর ১, ২০১১)। "He's the Hero of the People, and He Hates It"দ্য নিউ ইয়র্ক টাইমস। সেপ্টেম্বর ৩০, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২২, ২০১৫
  15. "Jessica Chastain joins Sam Worthington film"দ্য হলিউড রিপোর্টার। মার্চ ২১, ২০১০। মার্চ ২৫, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৪, ২০১২
  16. পোর্টার, রয় (ফেব্রুয়ারি ২০১৩)। "Femme Fatale"। ইনস্টাইল: 95–102। ASIN B00AT5AV3W
  17. ড্যানিয়েলস, হান্টার (মে ২৭, ২০১১)। "Jessica Chastain Interview Tree of Life"। কলিডার। এপ্রিল ২৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৬
  18. বেলফোর, ব্র্যাড (ফেব্রুয়ারি ২৭, ২০১২)। "Actress Jessica Chastain Has The Help to Get Her Award Noms"হাফিংটন পোস্ট। মার্চ ১১, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৬
  19. "2012 Screen Actors Guild Awards nominees & winners list"লস অ্যাঞ্জেলেস টাইমস। ডিসেম্বর ২৭, ২০১২। এপ্রিল ১৬, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০১৬
  20. "Oscars 2012: Octavia Spencer wins best supporting actress"দ্য গার্ডিয়ান। ফেব্রুয়ারি ২৭, ২০১২। সেপ্টেম্বর ১২, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৫, ২০১৬
  21. ইউন, জাডা (২২ মে ২০১৪)। "Jessica Chastain on Cannes, Her Wonderful Facebook Page, and Having to Keep Interstellar Secrets"ভালচার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৮
  22. ম্যানেলিস, মিশেল (২৫ অক্টোবর ২০১৪)। "Actress Jessica Chastain earns her place in Hollywood's celebrity A-list"দ্য ডেইলি টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৮
  23. সোয়ার্টলো, মেগ (১০ জুন ২০১৭)। "Jessica Chastain Marries Italian Fashion Exec in Italy"ই! অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৮
  24. লসন, রিচার্ড (১১ মার্চ ২০১৫)। "Jessica Chastain Buys the Perfect Apartment"ভ্যানিটি ফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৮
  25. "Puppy Love! Jessica Chastain Reveals the 'Love of My Life'"এবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৮
  26. "মেয়ের মা হলেন জেসিকা চ্যাস্টেইন"দৈনিক প্রথম আলো। ২০ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৮
  27. কালভারিও, লিজ (১৭ নভেম্বর ২০১৮)। "Jessica Chastain Welcomes First Baby With Husband Gian Luca Passi de Preposulo"এন্টারটেইনমেন্ট টুনাইট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৮
  28. স্মিথ, নাইজেল এম. (১৬ ডিসেম্বর ২০১৪)। "Jessica Chastain on 'A Most Violent Year' and Hollywood's Woman Problem"ইন্ডিওয়্যার (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক সিটি: পেন্‌স্ক মিডিয়া করপোরেশন। ডিসেম্বর ১৭, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯
  29. মাস্টার্স, টিম (২৩ জানুয়ারি ২০১৫)। "Jessica Chastain: Hollywood has a diversity problem" (ইংরেজি ভাষায়)। বিবিসি নিউজ। ফেব্রুয়ারি ২, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯
  30. চ্যাস্টেইন, জেসিকা (৯ ডিসেম্বর ২০১৫)। "Jessica Chastain Pens Essay From Female-Helmed Movie Set: No One Feels "Left Out or Bullied""দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। লস অ্যাঞ্জেলেস: এলরিজ ইন্ডাস্ট্রিজ। এপ্রিল ২১, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯
  31. লডারহাউজ, ডায়ানা (১৪ এপ্রিল ২০১৭)। "Jessica Chastain To Join Cannes Film Festival Jury"ডেডলাইন হলিউড (ইংরেজি ভাষায়)। লস অ্যাঞ্জেলেস: পেন্‌স্ক মিডিয়া করপোরেশন। এপ্রিল ১৫, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯
  32. মামফোর্ড, গুইলিম (৩০ মে ২০১৭)। "Jessica Chastain: the portrayal of women in films is disturbing"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সেপ্টেম্বর ১৩, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯
  33. রুবিন, রেবেকা (৩০ নভেম্বর ২০১৭)। "Jessica Chastain Advocates for More Gender Balance on Sets"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক সিটি। ডিসেম্বর ৩, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯
  34. কফম্যান, অ্যামি (২৪ ডিসেম্বর ২০১৭)। "Jessica Chastain is leading the charge for a new kind of Hollywood, both on-screen and off"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। লস অ্যাঞ্জেলেস। ডিসেম্বর ২৫, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯
  35. লিটলটন, সিন্থিয়া (১ জানুয়ারি ২০১৮)। "Hollywood A-Listers Launch Time's Up Initiative to Fight Sexual Harassment Across the U.S. Workforce"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক সিটি। জানুয়ারি ৪, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.