সিগুর্নি উইভার

সিগুর্নি উইভার (জন্ম সুসান আলেক্সান্ড্রা উইভার, অক্টোবর ৮,১৯৪৯) একজন মার্কিন অভিনেত্রী। তিনি ১৯৭৯ সালের “অ্যালিয়েন” চলচ্চিত্রে এলেন রিপলি চরিত্রের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তিতে তিনি তিনটি সিক্যুয়েল : “অ্যালিয়েনস” (১৯৮৬), “অ্যালিয়েনস ৩” (১৯৯২) এবং “অ্যালিয়েন:রিজারেকশনস” (১৯৯৭) এ চরিত্রটির পুনরাবৃত্তি করেন। এছাড়াও তিনি ব্যবসাসফল চলচ্চিত্র “ঘোস্টবাস্টার” (১৯৮৪), ঘোস্টবাস্টার ২ (১৯৮৯) এবং অ্যাভাটার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন।

সিগুর্নি উইভার
Sigourney Weaver in 2011
জন্ম
Susan Alexandra Weaver

(1949-10-08) ৮ অক্টোবর ১৯৪৯
New York City, United States
কার্যকাল১৯৭৬-বর্তমান

তথ্যসূত্র


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.