জেনিফার হাডসন
জেনিফার কেট হাডসন (ইংরেজি: Jennifer Kate Hudson; জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯৮১) হলেন একজন মার্কিন গায়িকা, অভিনেত্রী ও মুখপাত্র। তিনি ২০০৪ সালে আমেরিকান আইডলের তৃতীয় মৌসুমে ফাইনালিস্ট ও সপ্তম স্থান অধিকার করার পর পরিচিতি লাভ করেন। ড্রিমগার্লস (২০০৬)-এ এফি হোয়াইট চরিত্রে অভিনয় দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়, যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন। পরবর্তীকালে তিনি সেক্স ইন দ্য সিটি (২০০৮), দ্য সিক্রেট লাইফ অব বিজ (২০০৮) ও ব্ল্যাক নেটিভিটি (২০১৩) চলচ্চিত্রে কাজ করেন। ২০১৫ সালে দ্য কালার পার্পল-এর পুনরুজ্জীবিতকরণে শাগ অ্যাভারি চরিত্রে অভিনয় দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয়।
জেনিফার হাডসন | |
---|---|
Jennifer Hudson | |
![]() ২০১৮ সালে গ্লোবাল টিচার প্রাইজ আয়োজনে হাডসন | |
জন্ম | জেনিফার কেট হাডসন ১২ সেপ্টেম্বর ১৯৮১ |
যেখানের শিক্ষার্থী | ল্যাংস্টন বিশ্ববিদ্যালয় |
পেশা | গায়িকা, অভিনেত্রী, মুখপাত্র |
কার্যকাল | ২০০৪–বর্তমান |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন |
|
বাদ্যযন্ত্রসমূহ | ভোকাল |
কার্যকাল | ২০০৬-বর্তমান |
লেবেল |
|
সহযোগী শিল্পী | নে-ইয়ো |
ওয়েবসাইট | jenniferhudson |
২০১৩ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়। ২০১৭ সাল থেকে হাডসন দ্য ভয়েস ইউকে ও দ্য ভয়েস-এ কোচ হিসেবে কাজ করছেন, এবং তিনি প্রথম নারী কোচ হিসেবে ইউকে সংস্করণ জয় করেন।[1]
প্রারম্ভিক জীবন
হাডসন ১৯৮১ সালের ১২ই সেপ্টেম্বর ইলিনয়ের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন।[2] তার পিতা স্যামুয়েল সিম্পসন[3] (মৃ. ১৯৯৯)[4] এবং মাতা ডারনেল ডোনারসন (৭ নভেম্বর ১৯৫০-২৪ অক্টোবর ২০০৮)।[5] তিনি তার পিতামাতার তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। ইঙ্গলউডে তার বাপ্তিস্ম হয়।[6][7] তিনি ১৯৯৯ সালে ডানবার ভোকেশনাল হাই স্কুল থেকে পাস করেন।[8] তিনি হুইটনি হিউস্টন, আরেথা ফ্র্যাঙ্কলিন, ও প্যাটি লাবেল তাকে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন।[9] এছাড়া তিনি মারিয়া কেরিকে তার সঙ্গীতের অনুপ্রেরণা বলে উল্লেখ করেন। ৭ বছর বয়সে তিনি গির্জায় গান পরিবেশনা শুরু করেন এবং তার প্রয়াত মাতামহী জুলিয়ার সহায়তায় কমিউনিটি থিয়েটারে অংশগ্রহণ শুরু করেন।[10] তিনি ল্যাংস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু গৃহকাতরতা ও আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে না পারায় এক সেমিস্টার পর বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এবং কেনেডি-কিং কলেজে ভর্তি হন।[11]
ডিস্কতালিকা
- জেনিফার হাডসন (২০০৮)
- আই রিমেম্বার মি (২০১১)
- জেএইচইউডি (২০১৪)
তথ্যসূত্র
- "Jennifer Hudson Joins U.K. Version of 'The Voice' as Coach"। ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮।
- "Person: Jennifer Hudson: Biography"। অলমুভি। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।
- হোয়েকস্ট্রা, ডেভ (ডিসেম্বর ১৬, ২০০৬)। "Living the dream"। শিকাগো সান-টাইমস। সান-টাইমস মিডিয়া গ্রুপ। ফেব্রুয়ারি ৪, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।
- "Yahoo Biography"। Yahoo!। জুন ২৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১০, ২০১১।
- "Social Security Death Index"। Ssdi.rootsweb.ancestry.com। জুলাই ১৫, ২০১০। সেপ্টেম্বর ২৪, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।
- The Associated Press (ফেব্রুয়ারি ২০, ২০০৭)। "For Oscar nominee Jennifer Hudson, all roads lead back to church: 'I don't do clubs'"। ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউট। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।
- "Jennifer Hudson 1981–"। বায়োগ্রাফি টুডে। 17 (1): 50। ২০০৭। আইএসএসএন 1058-2347।
- "Chicago fetes hometowner Jennifer Hudson"। China Daily। মার্চ ৬, ২০০৭। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৭।
- "Dreamgirls Star Hudson Dreams Of Houston Duet"। ফিমেল ফার্স্ট। ফেব্রুয়ারি ৭, ২০০৮। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।
- বায়োগ্রাফি টুডে, পৃ. ৫০।
- বায়োগ্রাফি টুডে, পৃ. ৫১।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে জেনিফার হাডসন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- অলমুভিতে জেনিফার হাডসন (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জেনিফার হাডসন
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে জেনিফার হাডসন
(ইংরেজি)