মারিয়া বেলো
মারিয়া এলেনা বেলো (ইংরেজি: Maria Elena Bello; জন্ম: ১৮ এপ্রিল ১৯৬৭)[1] হলেন একজন মার্কিন অভিনেত্রী ও লেখক। তিনি চিকিৎসা নাট্যধর্মী ইআর (১৯৯৭-১৯৯৮)-এ ডক্টর অ্যানা ডেল অ্যামুকো চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। তিনি দ্য কুলার (২০০৩) ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং আ হিস্টরি অব ভায়োলেন্স ছবিতে অভিনয় করে সেরা নাট্যধর্মী চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
মারিয়া বেলো | |
---|---|
জন্ম | মারিয়া এলেনা বেলো ১৮ এপ্রিল ১৯৬৭ পেন্সিলভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা | অভিনেত্রী, প্রযোজক, লেখক |
কার্যকাল | ১৯৯২-বর্তমান |
সঙ্গী | ড্যান ম্যাকডারমট ক্লের মান |
সন্তান | ২ |
তথ্যসূত্র
- "Maria Bello Biography (1967-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.