পেগি অ্যাশক্রফ্ট
ডেম পেগি অ্যাশক্রফ্ট (ইংরেজি: Dame Peggy Ashcroft), ডিবিই (জন্ম: ২২ ডিসেম্বর, ১৯০৭ – ১৪ জুন, ১৯৯১) একজন নাইট উপাধি প্রাপ্ত ইংরেজ অভিনেত্রী।
পেগি অ্যাশক্রফ্ট | |
---|---|
জন্ম | এডিথ মার্গারেট এমিলি অ্যাশক্রফ্ট |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ১৯২৯ – ১৯৯১ |
দাম্পত্য সঙ্গী | রুপার্ট হার্ট ডেভিস (১৯২৯ – ১৯৩৩) থিওডোর কমিসারজেভস্কি (১৯৩৪) জেরেমি হাটচিনসন (১৯৪০ – ১৯৬৫) |
প্রাথমিক জীবন
তার জন্ম হয়েছিলো ইংল্যান্ডের ক্রয়ডনে এবং জন্মনাম ছিলো এডিথ মার্গারেট এমিলি অ্যাশক্রফ্ট। অ্যাশক্রফ্ট পড়াশোনা শুরু করেন উডওয়ার্ড স্কুলে, পরবর্তীতে তিনি পড়েন ক্রয়ডন, এবং সেন্টাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামা-তে।[1] প্রথম থেকেই তিনি একজন দক্ষতাসম্পন্ন অভিনেত্রী ছিলেন। ১৯২৯ সালে জিউ সাস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম আলোচনায় আসেন।
ব্যক্তিগত জীবন
তিনি তিনবার বিয়ে করেছেন। প্রথমবার রুপার্ট হার্ট ডেভিসের সাথে (১৯২৯-১৯৩৩), এরপর থিওডোর কমিসারজেভস্কির সাথে (১৯৩৪)। সর্বশেষ তিনি বিয়ে করেন জেরেমি হাটচিনসনকে (১৯৪০-১৯৬৫)। তৃতীয় স্বামীর ঘরে অ্যাশক্রফ্টের তিন সন্তান আছে। ফরাসি সঙ্গীতশিল্পী এমিলি লুইজু তার নাতনী।
১৯৯১ সালে লন্ডনে স্ট্রোকজনিত কারণে পেগি অ্যাশক্রফ্ট মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
তথ্যসূত্র
- Ian Herbert, সম্পাদক (১৯৮১)। "ASHCROFT, Dame Peggy"। Who's Who in the Theatre। 1। Gale Research Company। পৃষ্ঠা 24–26। ISSN 0083-9833।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে পেগি অ্যাশক্রফ্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে পেগি অ্যাশক্রফ্ট
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে পেগি অ্যাশক্রফ্ট (ইংরেজি)
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের স্ক্রিনঅনলাইনে পেগি অ্যাশক্রফ্ট