শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার
সেরা প্রধান চরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার (ইংরেজি: BAFTA Award for Best Actress in a Leading Role) হচ্ছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস প্রদত্ত একটি চলচ্চিত্র পুরস্কার, যা চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অসামান্য অভিনয়ের জন্য চলচ্চিত্র অভিনেত্রীদের প্রদান করা হয়।
শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: অলিভিয়া কলম্যান | |
পুরষ্কারের কারণ | সেরা প্রধান চরিত্রে অভিনেত্রী অবদানের জন্য |
অবস্থান | যুক্তরাজ্য |
পুরস্কারদাতা | ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস |
প্রথম পুরস্কৃত | ১৯৫২ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ |
বর্তমানে আধৃত | অলিভিয়া কলম্যান দ্য ফেভারিট (২০১৮)-এর জন্য |
ওয়েবসাইট | bafta |
পুরস্কারপ্রাপ্ত ও মনোনীত
১৯৫২ থেকে ১৯৬৭ এর মধ্যে ব্রিটিশ এবং ব্রিটিশ ছাড়া অন্য অভিনেত্রীদের মধ্যে দুটো আলাদা পুরস্কার দেওয়া হতো, কিন্তু ১৯৬৮ সালে দুটো পুরস্কার একত্রিত করে একটি পুরস্কার প্রদান শুরু হয়। বর্তমান নামে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে ১৯৯৫ সাল থেকে।
- † দিয়ে একাডেমি পুরস্কার বিজয়ীকে নির্দেশ করে।
- ‡ দিয়ে একাডেমি পুরস্কারে মনোনীতকে নির্দেশ করে।
১৯৫০-এর দশক
বছর | বিভাগ | অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৫২ | ব্রিটিশ | ভিভিয়েন লেই † | আ স্ট্রিটকার নেমড ডিজায়ার | ব্লাঞ্চ দ্যুবোয়া | [1] |
অ্যান টড | দ্য সাউন্ড ব্যারিয়ার | সুজান গার্থওয়েট | |||
ফিলিস ক্যালভার্ট | ম্যান্ডি | ক্রিস্টিন গারল্যান্ড | |||
সিলিয়া জনসন | আই বিলিভ ইন ইউ | ম্যালি ম্যাথেসন | |||
বিদেশি | সিমন সিনিয়রে ‡ | কাস্কে দর | মারি | ||
এডউইগ ফুয়েলার | ওলিভিয়া | জুলি | |||
ক্যাথরিন হেপবার্ন | প্যাট এন্ড মাইক | প্যাট্রিসিয়া "প্যাট" পেম্বারটন | |||
জুডি হলিডে | দ্য ম্যারিং কাইন্ড | ফ্লোরেন্স কিফার | |||
নিকোল স্টেফানে | লেস ইনফ্যান্টস টেরিবলেস | এলিজাবেথ | |||
১৯৫৩ | ব্রিটিশ | অড্রি হেপবার্ন † | রোমান হলিডে | যুবরাজ্ঞী অ্যান | [2] |
সিলিয়া জনসন | দ্য ক্যাপ্টেন'স প্যারাডাইজ | মোড | |||
বিদেশি | লেসলি ক্যারন ‡ | লিলি | লিলি দোরিয়ে | ||
মারি পাওয়ারস | দ্য মিডিয়াম | ফ্লোরা | |||
মারিয়া শেল | দ্য হিট অফ ম্যাটার | হেলেন হল্ট | |||
শার্লি বুথ † | কাম ব্যাক লিটল শেবা | লোলা ডেলানি | |||
১৯৫৪ | ব্রিটিশ | ইভোন মিশেল | দ্য ডিভাইডেড হার্ট' | সোনিয়া | [3] |
বিদেশি | কর্নেল বর্চার্স ‡ | দ্য ডিভাইডেড হার্ট | ইংগা হার্ট | ||
১৯৫৫ | ব্রিটিশ | ক্যাটি জনসন | দ্য লেডিকিলার্স | লুইসা উইলবারফোর্স | [4] |
বিদেশি | বেট্সি ব্লেয়ার ‡ | মার্টি | ক্লারা | ||
১৯৫৬ | ব্রিটিশ | ভার্জিনিয়া ম্যাক্কেনা | আ টাউন লাইক অ্যালিস | জিন প্যাজেট | [5] |
বিদেশি | আনা মানিয়ানি † | দ্য রোজ ট্যাটু | সেরাফিনা দেলে রোজ | ||
ক্যারল বেকার ‡ | বেবি ডল | বেবি ডল মেইঘান | |||
শার্লি ম্যাকলেইন | দ্য ট্রাবল উইথ হ্যারি | জেনিফার রজার্স | |||
সুজান হেওয়ার্ড ‡ | আই উইল ক্রাই টুমরো | লিলিয়ান রথ | |||
১৯৫৭ | ব্রিটিশ | হিদার সিয়ার্স | দ্য স্টোরি অব এস্থার কস্টেলো | এস্থার কস্টেলো | [6] |
বিদেশি | সিমন সিনিয়রে | দ্য ক্রুসিবল | এলিজাবেথ প্রক্টর | ||
১৯৫৮ | ব্রিটিশ | আইরিন ওয়ার্থ | অর্ডারস টু কিল | লেওনি | [7] |
বিদেশি | সিমন সিনিয়রে † | রুম অ্যাট দ্য টপ | অ্যালিস অ্যাইসগিল | ||
১৯৫৯ | ব্রিটিশ | অড্রি হেপবার্ন ‡ | দ্য নান্স স্টোরি | গ্যাব্রিয়েলা | [8] |
বিদেশি | শার্লি ম্যাকলেইন ‡ | আস্ক অ্যানি গার্ল | মেগ হুইলার |
২০০০-এর দশক
বছর | অভিনেত্রী | চলচ্চিত্র | ভূমিকা | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০০০ | জুলিয়া রবার্টস † | এরিন ব্রকোভিচ | এরিন ব্রকোভিচ | [9] |
২০০১ | জুডি ডেঞ্চ ‡ | আইরিস | আইরিস মুরডক | [10] |
২০০২ | নিকোল কিডম্যান † | দি আওয়ার্স | ভার্জিনিয়া উলফ | [11] |
মেরিল স্ট্রিপ | দি আওয়ার্স | ক্ল্যারিসা ভন | ||
রানে জেলওয়েগার ‡ | শিকাগো | রোক্সি হার্ট | ||
সালমা হায়েক ‡ | ফ্রিদা | ফ্রিদা কাহলো | ||
হ্যালি বেরি † | মনস্টার্স বল | লেটিসিয়া মাসগ্রোভ | ||
২০০৩ | স্কার্লেট জোহ্যানসন | লস্ট ইন ট্রান্সলেশন | শার্লট | [12] |
২০০৪ | ইমেল্ডা স্টনটন ‡ | ভেরা ড্রেক | ভেরা ড্রেক | [13] |
২০০৫ | রিজ উইদারস্পুন † | ওয়াক দ্য লাইন | জুন কার্টার ক্যাশ | [14] |
২০০৬ | হেলেন মিরেন † | দ্য কুইন | রানী দ্বিতীয় এলিজাবেথ | [15] |
কেট উইন্সলেট ‡ | লিটল চিলড্রেন | সারাহ পিয়ের্স | ||
জুডি ডেঞ্চ ‡ | নোটস অন আ স্ক্যান্ডাল | বারবার কোভেট | ||
পেনেলোপে ক্রুজ ‡ | ভোলভার | রাইমুন্ডা | ||
মেরিল স্ট্রিপ ‡ | দ্য ডেভিল ওয়্যারস প্রাডা | মিরান্ডা প্রিসলি | ||
২০০৭ | মারিয়োঁ কোতিয়ার † | লা ভি অঁ রোজ | এদিত পিয়াফ | [16] |
এলেন পেজ ‡ | জুনো | জুনো ম্যাকগাফ | ||
কিরা নাইটলি | অ্যাটোনমেন্ট | সেসিলিয়া ট্যালিস | ||
কেট ব্লানচেট ‡ | এলিজাবেথ দ্য গোল্ডেন এজ | প্রথম এলিজাবেথ | ||
জুলি ক্রিস্টি ‡ | অ্যাওয়ে ফ্রম হার | ফিওনা অ্যান্ডারসন | ||
২০০৮ | কেট উইন্সলেট † | দ্য রিডার | হান্নাহ স্মিৎজ | [17] |
২০০৯ | কেরি মুলিগান ‡ | অ্যান এডুকেশন | জেনি মেলর | [18] |
২০১০-এর দশক
বছর | অভিনেত্রী | চলচ্চিত্র | ভূমিকা | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০১০ | ন্যাটালি পোর্টম্যান † | ব্ল্যাক সোয়ান | নিনা সয়ারস | [19] |
অ্যানেট বেনিং ‡ | দ্য কিডস্ আর অল রাইট | ডঃ নিকোল "নিক" অলগুড | ||
জুলিয়ান মুর | দ্য কিডস্ আর অল রাইট | জুলস অলগুড | ||
নোমি রাপাস | দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু | লিজবেথ স্যালান্ডার | ||
হেইলি স্টেইনফেল্ড ‡ | ট্রু গ্রিট | ম্যাটি রস | ||
২০১১ | মেরিল স্ট্রিপ † | দি আয়রন লেডি | মার্গারেট থ্যাচার | [20] |
টিল্ডা সুইন্টন | উই নিড টু টক অ্যাবাউট কেভিন | ইভা ক্যাচাডোরিয়ান | ||
বেরেনিস বেজো | দ্য আর্টিস্ট | পেপি মিলার | ||
ভায়োলা ডেভিস | দ্য হেল্প | এইবলিন ক্লার্ক | ||
মিশেল উইলিয়ামস | মাই উইক উইথ মেরিলিন | মেরিলিন মনরো | ||
২০১২ | এমানুয়েল রিভা ‡ | আমোর | অ্যানি লরেন্ত | [21] |
জেসিকা চ্যাস্টেইন ‡ | জিরো ডার্ক থার্টি | মায়া | ||
জেনিফার লরেন্স † | সিলভার লাইনিংস প্লেবুক | টিফানি ম্যাক্সওয়েল | ||
মারিয়ন ক্যাটিলার্ড | রাস্ট অ্যান্ড বোন | স্টেফানি | ||
হেলেন মিরেন | হিচকক | আলমা রিভেল হিচকক | ||
২০১৩ | কেট ব্লানচেট † | ব্লু জেসমিন | জ্যানেট "জেসমিন" ফ্রান্সিস | [22] |
অ্যামি অ্যাডামস ‡ | আমেরিকান হাসল | সিডনি প্রোজার / লেডি এডিথ গ্রিনস্লি | ||
এমা থম্পসন | সেভিং মিঃ ব্যাংকস | পি. এল. ট্রেভারস | ||
জুডি ডেঞ্চ ‡ | ফিলোমেনা | ফিলোমেনা লি | ||
সান্ড্রা বুলক ‡ | গ্র্যাভিটি | ডঃ রায়ান স্টোন | ||
২০১৪ | জুলিঅ্যান মুর † | স্টিল অ্যালিস | ডঃ অ্যালিস হাউল্যান্ড | [23] |
অ্যামি অ্যাডামস | বিগ আইজ | মার্গারেট কিন | ||
ফেলিসিটি জোন্স ‡ | দ্য থিওরি অব এভরিথিং | জেন ওয়াইল্ড হকিন্স | ||
রোজামন্ড পাইক ‡ | গন গার্ল | অ্যামি এলিয়ট-ডুন | ||
রীজ উইদারস্পুন ‡ | ওয়াইল্ড | চেরিল স্ট্রেইড | ||
২০১৫ | ব্রি লারসন ‡ | রুম | জে "মা" নিউসাম | [24] |
আলিসিয়া ভিকান্দার † | দ্য ড্যানিশ গার্ল | গার্ডা ওয়েগনার | ||
কেট ব্লানচেট ‡ | ক্যারল | ক্যারল এয়ার্ড | ||
ম্যাগি স্মিথ | দ্য লেডি ইন দ্য ভ্যান | ম্যারি শেপার্ড | ||
সার্শা রোনান ‡ | ব্রুকলিন | এলিস লেসি | ||
২০১৬ | এমা স্টোন † | লা লা ল্যান্ড | মিয়া ডোলান | [25] |
অ্যামি অ্যাডামস | অ্যারাইভাল | ডঃ লুইস ব্যাংকস | ||
এমিলি ব্লান্ট | দ্য গার্ল অন দ্য ট্রেন | র্যাচেল ওয়াটসন | ||
ন্যাটালি পোর্টম্যান ‡ | জ্যাকি | জ্যাকি কেনেডি | ||
মেরিল স্ট্রিপ ‡ | ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স | ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স | ||
২০১৭ | ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড † | থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি | মিলড্রেড হেইস | [26] |
অ্যানেট বেনিং | ফিল্ম স্টার্স ডোন্ট ডাই ইন লিভারপুল | গ্লোরিয়া গ্রাহাম | ||
মারগো রবি ‡ | আই, টোনিয়া | টোনিয়া হার্ডিং | ||
স্যালি হকিন্স ‡ | দ্য শেপ অব ওয়াটার | এলিজা এস্পোসিতো | ||
সার্শা রোনান ‡ | লেডি বার্ড | ক্রিস্টিন "লেডি বার্ড" ম্যাকফার্সন | ||
২০১৮ | অলিভিয়া কলম্যান | দ্য ফেভারিট | রানী অ্যান | [27] |
গ্লেন ক্লোজ | দ্য ওয়াইফ | জোন ক্যাসলম্যান | ||
ভায়োলা ডেভিস | উইডোস | ভেরোনিকা রলিংস | ||
মেলিসা ম্যাকার্থি | ক্যান ইউ এভার ফরগিভ মি? | লি ইসরায়েল | ||
লেডি গাগা | আ স্টার ইজ বর্ন | অ্যালি মেইন |
আরো দেখুন
তথ্যসূত্র
- "Film in 1953 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film in 1954 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film in 1955 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film in 1956 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film in 1957 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film in 1958 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film in 1959 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film in 1960 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film - Leading Actress in 2001"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film - Leading Actress in 2002"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film - Leading Actress in 2003"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film - Leading Actress in 2004"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film - Leading Actress in 2005"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film - Leading Actress in 2006"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film - Leading Actress in 2007"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film - Leading Actress in 2008"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film - Leading Actress in 2009"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film - Leading Actress in 2010"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Film - Leading Actress in 2011"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭।
- "Film - Leading Actress in 2012"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭।
- "Film - Leading Actress in 2013"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭।
- "Film - Leading Actress in 2014"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭।
- "Film - Leading Actress in 2015"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭।
- "Film - Leading Actress in 2016"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭।
- "Film - Leading Actress in 2016"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- "Film - Leading Actress in 2017"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- "Film - Leading Actress in 2018"। বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.