রোজামন্ড পাইক
রোজামন্ড ম্যারি এলেন পাইক[1] (ইংরেজি: Rosamund Mary Ellen Pike; জন্ম: ২৭ জানুয়ারি ১৯৭৯)[2] হলেন একজন ইংরেজ অভিনেত্রী। তিনি মঞ্চনাটকে অভিনয় দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন, তন্মধ্যে রয়েছে রোমিও অ্যান্ড জুলিয়েট ও স্কাইলাইট। আ র্যাদার ইংলিশ ম্যারিজ (১৯৯৮) টেলিভিশন চলচ্চিত্র দিয়ে তার পর্দায় অভিষেক হয়। ওয়াইভস অ্যান্ড ডটার্স (১৯৯৯) ও লাভ ইন আ কোল্ড ক্লাইমেট (২০০১) চলচ্চিত্রে অভিনয়ের পর ডাই অ্যানাদার ডে (২০০২) চলচ্চিত্রে বন্ড গার্ল মিরান্ডা ফ্রস্ট চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি লাভ করেন। বন্ড কন্যা হিসেবে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত বিভাগে এম্পায়ার পুরস্কার অর্জন করেন। পরবর্তী কালে তিনি দ্য লিবারটিন (২০০৪)-এ অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম পুরস্কার অর্জন করেন এবং প্রাইড অ্যান্ড প্রেজুডিস (২০০৫)-এ জেন বেনেট চরিত্রে অভিনয় করেন।
রোজামন্ড পাইক | |
---|---|
Rosamund Pike | |
![]() ২০১৮ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাইক | |
জন্ম | রোজামন্ড ম্যারি এলেন পাইক ২৭ জানুয়ারি ১৯৭৯ |
যেখানের শিক্ষার্থী | ওয়াদাম কলেজ, অক্সফোর্ড |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ১৯৯৮-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রবি উইনিয়াকি (বি. ২০০৯) |
সন্তান | ২ |
পাইক বিজ্ঞান কল্পকাহিনিমূলক ডুম (২০০৫), অপরাধ-রহস্যধর্মী থ্রিলার ফ্র্যাকচার (২০০৭), নাট্যধর্মী ফিউজিটিভ পিসেস (২০০৭), অ্যান এডুকেশন (২০০৯), বার্নিস ভার্শন (২০১০), কল্পকাহিনিমূলক দ্য ওয়ার্ল্ড্স এন্ড (২০১৩), গোয়েন্দা মারপিঠধর্মী হাস্যরসাত্মক জনি ইংলিশ রিবর্ন (২০১১), মহাকাব্যিক মারপিঠ-রোমাঞ্চকর কল্পনাধর্মী র্যাথ অব দ্য টাইটান্স (২০১২) এবং মারপিঠধর্মী থ্রিলার জ্যাক রিচার (২০১২) চলচ্চিত্রে অভিনয় করেন।
২০১৪ সালে মনস্তাত্ত্বিক থ্রিলার গন গার্ল চলচ্চিত্রে তার অভিনয় ব্যাপক সমাদৃত হয় এবং তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্যাটার্ন পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কার,[3] বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার ও সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[4] তিনি জীবনীমূলক নাট্যধর্মী আ ইউনাইটেড কিংডম (২০১৬) ছবিতে রুথ উইলিয়ামস খামা চরিত্রে অভিনয় করে আরও সমাদৃত হন এবং পশ্চিমা ধাঁচের হস্টাইলস (২০১৭)-এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্যাটার্ন পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তথ্যসূত্র
- ব্র্যাডি, টারা (১৭ নভেম্বর ২০১৬)। "Rosamund Pike: from Bond girl to Gone Girl to leading woman"। দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯।
- "Rosamund Pike"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৪ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯।
- "এবারের অস্কারে ফেভারিট রোজমন্ড"। দৈনিক ইত্তেফাক। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯।
- "গোল্ডেন গ্লোব মনোনয়নের শীর্ষে 'বার্ডম্যান'"। দৈনিক কালের কণ্ঠ। ১৩ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে রোজামন্ড পাইক সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রোজামন্ড পাইক
(ইংরেজি) - রটেন টম্যাটোসে রোজামন্ড পাইক (ইংরেজি)