ভার্জিনিয়া ম্যাডসেন

ভার্জিনিয়া জি. ম্যাডসেন (ইংরেজি: Virginia G. Madsen; জন্ম: ১১ সেপ্টেম্বর ১৯৬১) হলেন একজন মার্কিন অভিনেত্রী ও প্রযোজক। ক্লাস (১৯৮৩) দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়, যা তার নিজ শহর শিকাগোতে চিত্রায়িত হয়।[1] তিনি পরে লস অ্যাঞ্জেলেসে চলে যান এবং ১৯৮৪ সালে ডেভিড লিঞ্চের বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র ডান-এ প্রিন্সেস ইরুলান চরিত্রে অভিনয় করেন। তিনি কয়েকটি কিশোর চলচ্চিত্র - ইলেকট্রিক ড্রিমস (১৯৮৪), মডার্ন গার্লস (১৯৮৬) ও ফায়ার উইথ ফায়ার (১৯৮৬)-এ অভিনয় করেন।

ভার্জিনিয়া ম্যাডসেন
Virginia Madsen
২০০৬ সালে সান ফ্রান্সিস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ম্যাডসেন
জন্ম
ভার্জিনিয়া জি. ম্যাডসেন

(1961-09-11) ১১ সেপ্টেম্বর ১৯৬১
পেশাঅভিনেত্রী, প্রযোজক
কার্যকাল১৯৮৩-বর্তমান
দাম্পত্য সঙ্গীড্যানি হিউস্টন
(বি. ১৯৮৯; বিচ্ছেদ. ১৯৯২)

তিনি ভীতিপ্রদ চলচ্চিত্র ক্যান্ডিম্যান (১৯৯২)-এ হেলেন লাইল এবং আলেকজান্ডার পেইনের সাইডওয়েস (২০০৪)-এ মায়া চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। সাইডওয়েস ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়নসহ একাধিক পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হল লং গন (১৯৮৭), গথাম (১৯৮৮), দ্য হট স্পট (১৯৯০), ঘোস্টস অব মিসিসিপি (১৯৯৬), দ্য রেইনমেকার (১৯৯৭), আ প্রেইরি হোম কম্প্যানিয়ন (২০০৬), দি অস্ট্রোনাট ফারমার (২০০৭), দ্য হন্টিং ইন কানেটিকাট (২০০৯), রেড রাইডিং হুড (২০১১) এবং অল দ্য ওয়াইল্ডারনেস (২০১৪)।

তথ্যসূত্র

  1. "Virginia Madsen"টিভি গাইড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.