ডেভিড লিঞ্চ

ডেভিড কিথ লিঞ্চ (ইংরেজি ভাষায়: David Keith Lynch) (জন্ম: ২০শে জানুয়ারি, ১৯৪৬) মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সুরকার, চিত্রশিল্পী এবং ভিডিও ও পারফরম্যান্স শিল্পী। লিঞ্চ তিন বার সেরা পরিচালক হিসেবে একাডেমি পুরস্কার মনোনয়ন লাভ করেছেন, ১৯৮০ সালে দি এলিফ্যান্ট ম্যান, ১৯৮৬ সালে ব্লু ভেলভেট এবং ২০০১ সালে মুলহল্যান্ড ড্রাইভ এর জন্য। এছাড়া কান চলচ্চিত্র উৎসবভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছেন। যে তিনটি চলচ্চিত্রের জন্য অস্কার মনোনয়ন পেয়েছেন সেগুলোই তার করা সেরা চলচ্চিত্র। এছাড়া টেলিভিশন সিরিজ টুইন পিক্‌স নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। দ্য গার্ডিয়ান তাকে "এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচালক" বলে বর্ণনা করে।[1] অলমুভি তাকে "আধুনিক মার্কিন চলচ্চিত্র নির্মাণের রেনেসাঁ পুরুষ" বলে অভিহিত করে।[2] তার চলচ্চিত্রের জনপ্রিয়তার জন্য তাকে "প্রথম জনপ্রিয় পরাবাস্তববাদী" আখ্যা প্রদান করা হয়।[3]

ডেভিড লিঞ্চ
David Lynch
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসব-এ লিঞ্চ
জন্ম
ডেভিড কিথ লিঞ্চ

(1946-01-20) জানুয়ারি ২০, ১৯৪৬
মিসোলা, মন্টানা, মার্কিন যুক্তরাষ্ট্র
অন্যান্য নামজুডাস বুথ
যেখানের শিক্ষার্থীপেনসিলভানিয়া একাডেমি অব দ্য ফাইন আর্টস, ফিলেডেলফিয়া
পেশাপরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক, চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ, শব্দ প্রকৌশলী, চিত্রগ্রাহক, অভিনেতা
কার্যকাল১৯৬৬–বর্তমান
দাম্পত্য সঙ্গী
  • পেগি লেঞ্চ
    (বি. ১৯৬৭; বিচ্ছেদ. ১৯৭৪)
  • ম্যারি ফিস্ক
    (বি. ১৯৭৭; বিচ্ছেদ. ১৯৮৭)
  • ম্যারি সুইনি
    (বি. ২০০৬; বিচ্ছেদ. ২০০৬)
  • এমিলি স্টোফল
    (বি. ২০০৯)
সন্তান৪ জন
পুরস্কারপূর্ণ তালিকা

চলচ্চিত্রসমূহ

ডেভিড কিথ লিঞ্চ

পূর্ণদৈর্ঘ্য

সাল চলচ্চিত্রের নাম রটেন টম্যাটোস রেটিং পুরস্কার
১৯৭৭ ইরেজারহেড ৮৯%
১৯৮০ দি এলিফ্যান্ট ম্যান ৯১% অস্কার মনোনয়ন: পরিচালনা, চিত্রনাট্য
সেজার: সেরা বিদেশী ছবি
১৯৮৪ ডিউন ৬৩%
১৯৮৬ ব্লু ভেলভেট ৯০% অস্কার মনোনয়ন: পরিচালনা
১৯৯০ ওয়াইল্ড অ্যাট হার্ট ৬৬% পাম দর, কান চলচ্চিত্র উৎসব
১৯৯২ টুইন পিক্‌স: ফায়ার ওয়াক উইথ মি ৫৩%
১৯৯৭ লস্ট হাইওয়ে ৫৪%
১৯৯৯ দ্য স্ট্রেইট স্টোরি ৯৫%
২০০১ মুলহল্যান্ড ড্রাইভ ৮১% অস্কার মনোনয়ন: পরিচালনা
সেজার: সেরা বিদেশী ছবি
২০০৬ ইনল্যান্ড এম্পায়ার ৭০%

তথ্যসূত্র

  1. "40 best directors"। London: দ্য গার্ডিয়ান। ২০০৭। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮
  2. Ankeny, Jason। "David Lynch: Biography"অলমুভি। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮
  3. Pauline Kael, quoted in Lynch and Rodley 2005. p. xi.

বহিঃসংযোগ

টেমপ্লেট:ডেভিড লিঞ্চ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.