এরিন ব্রকোভিচ

এরিন ব্রকোভিচ-এলিস (জন্ম: ২২শে জুন, ১৯৬০) মার্কিন আইনজ্ঞ। আইন বিষয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও ২৮ বিলিয়ন ডলারের প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানিকে হারিয়ে সাধারণ মানুষের অধিকার আদায় করেছিলেন। ১৯৬৩ সালে ক্যালিফোর্নিয়াতে এই বিখ্যাত আইনী লড়াইটি সংঘটিত হয়েছিল। তার এই প্রথম লড়াইয়ের কাহিনী নিয়ে স্টিভেন সোডারবার্গ এরিন ব্রকোভিচ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সিনেমার সুবাদে তার খ্যাতি আরও ছড়িয়ে পড়েছে। সিনেমা মুক্তি পাওয়ার পরই তিনি এবিসি চ্যানেলে "চ্যালেঞ্জ অ্যামেরিক উইথ এরিন ব্রকোভিচ" এবং "লাইফটাইম" চ্যানেলে "ফাইনাল জাস্টিস" নামে দুটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন।

এরিন ব্রকোভিচ
জন্ম (1960-06-22) ২২ জুন ১৯৬০
লরেন্স, ক্যানসাস, যুক্তরাষ্ট্র
পেশাপ্রেসিডেন্ট, ব্রকোভিচ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং
দাম্পত্য সঙ্গীShawn Brown (১৯৮২-৮৭)
Steven Brockovich (১৯৮৯-৯০)
Eric L. Ellis (১৯৯৯-)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.