অ্যান হ্যাথাওয়ে

অ্যান জ্যাকুলিন হ্যাথাওয়ে (জন্ম নভেম্বর ১২, ১৯৮২) একজন আমেরিকান অভিনেত্রী এবং গায়ক। তিনি নিউ ইয়র্কের ব্রুকলেনে জন্ম গ্রহণ করেন এবং মিলবার্ন, নিউ জার্সিতে বেড়ে ওঠেন। হ্যাথাওয়ে তার মা এর দ্বারা অভিনয় করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন এবং হাই স্কুলের একজন অভিনেতা হিসেবে তিনি "পেপার মিল প্লেহাউস রইজিং স্টার অ্যাওয়ার্ডের" জন্য তিনি মনোনীত হন "ওয়ানস আপন এ ম্যাট্রেস" এ অভিনয়ের জন্য। তিনি পেশাদারী ভাবে পর্দায় অভিনয় যাত্রা শুরু করেন স্বল্পকালীন ফক্স টেলিভিশন সিরিজ "গেট রিয়েল" (১৯৯৯-২০০০) এ অভিনয়ের মাধ্যমে। ওয়াল্ট ডিজনি কমেডি চলচ্চিত্র প্রিন্সেস ডায়েরি (২০০১) এ মিয়া থার্মোপোলিস চরিত্রে অভিনয় করেন তিনি, যার জন্য টিন চয়েজ এ্যাওর্য়াড চয়েজ মুভি এক্ট্রেস -কমেডি নির্বাচিত হন। হিটওয়ে নিকোলাস নিকলিবি (২০০২) , এল্লা এনচ্যাচ (২০০৪), দ্য প্রিনসেস ডাইরিস ২: রয়্যাল এঙ্গেজমেন্ট (২০০৪), এবং হুডইউন্ড (২০০৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত ও "শিশুদের জন্য রোল মডেল" হয়ে উঠেছিলেন।

অ্যান হ্যাথাওয়ে
২০১৭ সালের জুলাইয়ে হ্যাথাওয়ে
জন্ম
অ্যান জ্যাকুলিন হ্যাথাওয়ে

(1982-11-12) ১২ নভেম্বর ১৯৮২
ব্রুকলেন, নিউ ইর্য়ক, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেত্রী, গায়ক
কার্যকাল১৯৯৯–বর্তমান
আদি নিবাসমিলবার্ন, নিউ জার্সি
দাম্পত্য সঙ্গীএ্যাডাম সোলম্যান (বি. ২০১২)
সন্তান

হ্যাথাওয়ে ২০০৫ সালে আরও প্রাপ্তবয়স্কদের ভূমিকা পালন করতে শুরু করেন, হ্যাবক (২০০৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে একটি ডিভিডি এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড অর্জন করেন, "ব্রোকব্যাক মাউন্টেন (২০০৫)" -এ অভিনয় করে সমালোচকদের প্রশংসায় স্ক্রীন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড মনোনয়ন লাভ করেন, "দ্য ডেইল উইয়ার্স প্রাডা" (২০০৬) এ মেরিল স্ট্রিপের পাশাপাশি অভিনয়ে উপস্থিত হওয়ার জন্য আরও স্বীকৃতি লাভ করেন এবং বিকামিং জেন (২০০৭) এ জেন অস্টিন ভূমিকার জন্য অভিনেত্রীর দ্বারা সেরা অভিনয় শ্রেণীতে বিআইএফএ মনোনয়ন লাভ করেন। জেন জেনেশান জেনেই (২০০৭)। র্যাচেল গেটিং মেরিড (২০০৮) চলচ্চিত্রে হঠাৎ মাদকাসক্ত থেকে পুনরুদ্ধার পাওয়া চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা লাভ করেছেন, যার জন্য তিনি জিতেছেন শ্রেষ্ঠ অভিনেতার জন্য ক্রিটিক'স চয়েস মুভি অ্যাওয়ার্ড এবং মনোনয়ন পান একাডেমি পুরষ্কার, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং সেরা অভিনেত্রী / মহিলা লিডের জন্য ইন্ডী স্পিরিট পুরস্কার।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.