নর্মা শিয়েরার
এডিথ নর্মা শিয়েরার (ইংরেজি: Edith Norma Shearer; ১১ই আগস্ট ১৯০২[2] - ১২ই জুন ১৯৮৩)[3] ছিলেন একজন কানাডীয়-মার্কিন অভিনেত্রী। তিনি ১৯২৫ থেকে ১৯৪২ সাল পর্যন্ত হলিউডের অন্যতম তারকা ছিলেন।[4] তিনি নোয়েল কাওয়ার্ড, ইউজিন ওনিল ও উইলিয়াম শেকসপিয়ারের বিভিন্ন রচনার চলচ্চিত্র উপযোগকরণে অভিনয় করেছেন।[5] তিনি প্রথম অভিনেত্রী হিসেবে পাঁচবার অভিনয়ের জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, এবং দ্য ডিভোর্সি চলচ্চিত্রে অভিনয়ের জন্য একবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। একই বছর তিনি দেয়ার ওন ডিজায়ার (১৯৩০) চলচ্চিত্রের জন্যও মনোনীত হয়েছিলেন। এছাড়া তিনি আ ফ্রি সোল (১৯৩১), দ্য বেরেটস্ অব উইম্পল স্ট্রিট (১৯৩৪), রোমিও অ্যান্ড জুলিয়েট (১৯৩৬) ও মারি অঁতোয়ানেত চলচ্চিত্রে অভিনয়ের জন্য তার বাকি চারটি মনোনয়ন পান।[6]
নর্মা শিয়েরার | |
---|---|
Norma Shearer | |
![]() ১৯৩০ সালে ফটোপ্লে ম্যাগাজিনে শিয়েরারের ছবি | |
জন্ম | এডিথ নর্মা শিয়েরার ১১ আগস্ট ১৯০২ |
মৃত্যু | ১২ জুন ১৯৮৩ ৮০) | (বয়স
মৃত্যুর কারণ | ব্রঙ্কিয়াল নিউমোনিয়া |
সমাধি | ফরেস্ট লেন মেমোরিয়াল পার্ক, গ্লেনডেল |
নাগরিকত্ব | কানাডীয় মার্কিন[1] |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ১৯১৯-১৯৪২ |
দাম্পত্য সঙ্গী | আরভিং থালবার্গ (বি. ১৯২৭; মৃ. ১৯৩৬) মার্টিন আরোগ (বি. ১৯৪২) |
সন্তান | আরভিং থালবার্গ জুনিয়র (১৯৩০-১৯৮৭) ক্যাথরিন থালবার্গ (১৯৩৫-২০০৬) |
পিতা-মাতা | অ্যান্ড্রু শিয়েরার (পিতা) এডিথ মে ফিশার (মাতা) |
আত্মীয় | আথোল শিয়েরার (বোন) ডগলাস শিয়েরার (ভাই) |
পুরস্কার | একাডেমি পুরস্কার (১৯৩০) ভল্পি কাপ (১৯৩৮) |
শিয়েরারের কাজের পর্যালোচনা করতে গিয়ে মাইক লাসাল তাকে "১৯৩০-এর দশকের আধুনিক নারীত্বের আদর্শ" বলে উল্লেখ করেন, যিনি "সততার সাথে ভালোবাসা ও যৌনতা খুঁজেছেন, যা আধুনিক মানদণ্ডে অকপট বলে বিবেচিত হতো"।[7] ফলে শিয়েরারকে নারীবাদের অগ্রদূত বলে গণ্য করা হয় এবং বলা হয় তিনি "প্রথম মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী, যিনি পর্দায় একা থাকা ও কুমারী না থাকাকে গ্রহণযোগ্য করে তুলেন"।[7]
তথ্যসূত্র
- ডনেলি, পল (২০০৫)। Fade to Black: A Book of Movie Obituaries (৩য় সংস্করণ)। অমনিবাস প্রেস। পৃষ্ঠা ৮৪৮। আইএসবিএন 1-844-49430-6।
- পেলেটিয়ার, ফিলিপ। "Norma Shearer: 1902 Birth certificate (Montreal, Quebec, Canada)"। সিনে আর্টিস্টিজ। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৮।
- ওয়াইজ, উইন্ডহাম। "Norma Shearer"। দ্য কানাডিয়ান এনসাইক্লোপিডিয়া (ইংরেজি ভাষায়)। কানাডা সরকার। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৮।
- শিপম্যান, ডেভিড (১৯৭০)। The Great Movie Stars: The Golden Years। ক্রাউন পাবলিশার্স। পৃষ্ঠা ৪৭৮–৪৯২।
- মরিস, গ্যারি (১ এপ্রিল ১৯৯৬)। "Queen Norma – Shearer, That Is - Bright Lights Film Journal"। ব্রাইট লাইটস ফিল্ম জার্নাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৮।
- সোয়ারেস, আন্দ্রে। "Norma Shearer: Queen of MGM & Early Liberated Woman"। এএলটি ফিল্ম গাইড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৮।
- লাসাল ২০০০।
গ্রন্থপঞ্জি
- লাসাল, মাইক (২০০০)। Complicated Women: Sex and Power in Pre-code Hollywood (ইংরেজি ভাষায়)। ম্যাকমিলান। পৃষ্ঠা ২৯৩। আইএসবিএন 9780312252076। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে নর্মা শিয়েরার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- অলমুভিতে নর্মা শিয়েরার (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে নর্মা শিয়েরার
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে নর্মা শিয়েরার
(ইংরেজি)