ক্যাথরিন হেলমন্ড

ক্যাথরিন মারি হেলমন্ড (ইংরেজি: Katherine Marie Helmond; জন্ম: ৫ জুলাই ১৯২৯) হলেন একজন মার্কিন অভিনেত্রী ও পরিচালক। পাঁচ দশক সময় ধরে তার টেলিভিশন অভিনয় জীবনে তিনি এবিসি চ্যানেলের সোপ অপেরা সিটকম সোপ (১৯৭৭-১৯৮১)-এ জেসিকা টেট চরিত্রে এবং হুজ দ্য বস? (১৯৮৪-১৯৯২)-এ মোনা রবিনসন চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত।[1] সোপ-এ অভিনয়ের জন্য তিনি ১৯৮০ সালে একটি শ্রেষ্ঠ হাস্যরসাত্মক টিভি ধারাবাহিক অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন[2] এবং ১৯৭৮-১৯৮১ পর্যন্ত টানা চারবার হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ কেন্দ্রীয় অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। হুজ দ্য বস?-এ তার কাজের জন্য তিনি ১৯৮৯ সালে একটি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং ১৯৮৮ ও ১৯৮৯ সালে দুইবার হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ক্যাথরিন হেলমন্ড
Katherine Helmond
১৯৮৯ সালে প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনে হেলমন্ড
জন্ম
ক্যাথরিন মারি হেলমন্ড

(1929-07-05) ৫ জুলাই ১৯২৯
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী, পরিচালক
কার্যকাল১৯৫৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীজর্জ এন. মার্টিন (বি. ১৯৫৭; বিচ্ছেদ. ১৯৬২)
ডেভিড ক্রিশ্চিয়ান (বি. ১৯৬২)
পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার (২ বার)

হেলমন্ড ১৯৮৮ সালে লেডি ইন হোয়াইট চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে স্যাটার্ন পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৯০-এর দশকে তিনি কোচ (১৯৯৫-১৯৯৭) ধারাবাহিক ডরিস শেরম্যান ও এভরিবডি লাভস রেমন্ড (১৯৯৬-২০০৪) ধারাবাহিক লইস হুইলান চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি তাকে কয়েকটি আলাপচারিতা অনুষ্ঠান ও বিচিত্রানুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যায়।

তথ্যসূত্র

  1. ""Who's the Boss?": Then and now"সিবিএস নিউজ (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮
  2. "Katherine Helmond"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.