ক্যাথরিন হেলমন্ড
ক্যাথরিন মারি হেলমন্ড (ইংরেজি: Katherine Marie Helmond; জন্ম: ৫ জুলাই ১৯২৯) হলেন একজন মার্কিন অভিনেত্রী ও পরিচালক। পাঁচ দশক সময় ধরে তার টেলিভিশন অভিনয় জীবনে তিনি এবিসি চ্যানেলের সোপ অপেরা সিটকম সোপ (১৯৭৭-১৯৮১)-এ জেসিকা টেট চরিত্রে এবং হুজ দ্য বস? (১৯৮৪-১৯৯২)-এ মোনা রবিনসন চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত।[1] সোপ-এ অভিনয়ের জন্য তিনি ১৯৮০ সালে একটি শ্রেষ্ঠ হাস্যরসাত্মক টিভি ধারাবাহিক অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন[2] এবং ১৯৭৮-১৯৮১ পর্যন্ত টানা চারবার হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ কেন্দ্রীয় অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। হুজ দ্য বস?-এ তার কাজের জন্য তিনি ১৯৮৯ সালে একটি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং ১৯৮৮ ও ১৯৮৯ সালে দুইবার হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
ক্যাথরিন হেলমন্ড | |
---|---|
Katherine Helmond | |
![]() ১৯৮৯ সালে প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনে হেলমন্ড | |
জন্ম | ক্যাথরিন মারি হেলমন্ড ৫ জুলাই ১৯২৯ গালভেস্টন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেত্রী, পরিচালক |
কার্যকাল | ১৯৫৫-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জর্জ এন. মার্টিন (বি. ১৯৫৭; বিচ্ছেদ. ১৯৬২) ডেভিড ক্রিশ্চিয়ান (বি. ১৯৬২) |
পুরস্কার | গোল্ডেন গ্লোব পুরস্কার (২ বার) |
হেলমন্ড ১৯৮৮ সালে লেডি ইন হোয়াইট চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে স্যাটার্ন পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৯০-এর দশকে তিনি কোচ (১৯৯৫-১৯৯৭) ধারাবাহিক ডরিস শেরম্যান ও এভরিবডি লাভস রেমন্ড (১৯৯৬-২০০৪) ধারাবাহিক লইস হুইলান চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি তাকে কয়েকটি আলাপচারিতা অনুষ্ঠান ও বিচিত্রানুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যায়।
তথ্যসূত্র
- ""Who's the Boss?": Then and now"। সিবিএস নিউজ (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮।
- "Katherine Helmond"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ক্যাথরিন হেলমন্ড সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজ ক্যাথরিন হেলমন্ড (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ক্যাথরিন হেলমন্ড
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্যাথরিন হেলমন্ড
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে ক্যাথরিন হেলমন্ড (ইংরেজি)