কেন লোচ

কেনেথ চার্লস লোচ (ইংরেজি: Kenneth Charles Loach; জন্ম: ১৭ই জুন ১৯৩৬) হলেন একজন ইংরেজ নাট্য ও চলচ্চিত্র পরিচালক। তিনি সাধারণত টেলিভিশন নাটক ও স্বাধীন চলচ্চিত্র পরিচালনা করে থাকেন। তিনি তার সামাজিকভাবে সমাদৃত পরিচালনার ধরন ও সামাজিক ধারণার জন্য প্রসিদ্ধ। সামাজিক বিভিন্ন সমস্যা বিষয়ক তার কয়েকটি চলচ্চিত্রের মধ্যে রয়েছে দারিদ্র সম্পর্কিত পুওর কাউ (১৯৬৭), আশ্রয় ও গৃহহীনদের নিয়ে নির্মিত ক্যাথি কাম হোম (১৯৬৬), এবং শ্রমিক অধিকার সম্পর্কিত রিফ-রাফ (১৯৯১) ও দ্য ন্যাভিগেটরস্‌ (২০০১)।

কেন লোচ
Ken Loach
২০১৪ সালে কান চলচ্চিত্র উৎসব-এ লোচ
জন্ম
কেনেথ চার্লস লোচ

(1936-06-17) ১৭ জুন ১৯৩৬
নুনিটন, ওয়ারউইকশায়ার, ইংল্যান্ড
জাতীয়তাইংরেজ
যেখানের শিক্ষার্থীসেন্ট পিটার্‌স কলেজ, অক্সফোর্ড
পেশাপরিচালক
কার্যকাল১৯৬২-বর্তমান
দাম্পত্য সঙ্গীলেসলি অ্যাশটন (বি. ১৯৬২)
সন্তান
পুরস্কারপাল্ম দর (২ বার)

লোকের কেস (১৯৬৯) চলচ্চিত্রটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের এক ভোটে বিংশ শতাব্দীর সপ্তম সেরা ব্রিটিশ চলচ্চিত্রের মর্যাদা লাভ করে। তার নির্মিত দুটি চলচ্চিত্র, দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি (২০০৬) ও আই, ড্যানিয়েল ব্লেক (২০১৬) কান চলচ্চিত্র উৎসবে পাল্ম দর অর্জন করে। লোচ নবম চলচ্চিত্র নির্মাতা হিসেবে দুবার এই পুরস্কার অর্জন করেন।[1][2]

তথ্যসূত্র

  1. কলিন, রবি (২৩ মে ২০১৬)। "Ken Loach wins 2016 Palme d'Or at Cannes, cementing his place in the festival's pantheon of great directors"দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮
  2. চৌধুরী, ইকবাল হোসাইন (২৩ মে ২০১৬)। "স্বর্ণ পাম জিতল কেন লোচের 'আই, ড্যানিয়েল ব্লেক'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.