সিডনি পোয়াটিয়ে

সিডনি পোয়াটিয়ে (ইংরেজি: Sidney Poitier, জন্ম: ২০ই ফেব্রুয়ারি, ১৯২৭) হলেন একজন বাহামিয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক ও কূটনীতিক। ১৯৬৪ সালে লিলিস অব দ্য ফিল্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম বাহামিয় ও প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসেবে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।[1] ১৯৬৭ সালে তিনি টু স্যার, উইথ লাভ, ইন দ্য হিট অব দ্য নাইট এবং গেজ হুজ কামিং টু ডিনার নামে আরও তিনটি ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সে বছরের শীর্ষ বক্স-অফিস তারকা হয়ে ওঠেন।[2] ১৯৯৯ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের করা ২৫ জন সেরা ধ্রুপদী হলিউড চলচ্চিত্র অভিনেতার তালিকায় তিনি ২২তম স্থান অধিকার করেন।

সিডনি পোয়াটিয়ে

পোয়াটিয়ে পরিচালিত চলচ্চিত্রসমূহ হল আ পিস অব দ্য অ্যাকশন, আপটাউন স্যাটারডে নাইট, লেট্‌স ডু ইট অ্যাগেইন, এবং ঘোস্ট ড্যাড। ২০০২ সালে "একজন শিল্পী ও মানুষ হিসেবে অনন্য অবদানের জন্য" তাকে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়।[3]

১৯৭৪ সালে রাণী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।[4] ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি জাপানে বাহামিয় দূত হিসেবে দায়িত্ব পালন করেন।[5] ২০০৯ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করে।[6] ২০১৬ সালে চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য তাকে বাফটা ফেলোশিপ প্রদান করা হয়।

তথ্যসূত্র

  1. Bill Goodykoontz, Gannett Chief Film Critic (২৫ ফেব্রুয়ারি ২০১৪)। "Oscar win proved Sidney Poitier was second to none" (ইংরেজি ভাষায়)। ইউএসএ টুডে। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮
  2. "Top Ten Money Making Stars"। Quigley Publishing Co.। জানুয়ারি ১৪, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮
  3. "''Sidney Poitier awards: Academy of Motion Picture Arts and Sciences'' awards database" (ইংরেজি ভাষায়)। অস্কার। ২৯ জানুয়ারি ২০১০। ২০১২-০১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮
  4. "Sidney Poitier to be Honoured with BAFTA Fellowship" (ইংরেজি ভাষায়)। বাফটা। ১২ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮
  5. "Sir Sidney Poitier, best known Bahamian, honored"। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮
  6. "Sidney Poitier, Sen. Ted Kennedy Among 16 Who Receive Medal of Freedom" (ইংরেজি ভাষায়)। ওয়াশিংটন পোস্ট। ১৩ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

টেমপ্লেট:সিডনি পোয়াটিয়ে

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.