অ্যান্থনি হপকিন্স

স্যার ফিলিপ অ্যান্থনি হপকিন্স (ইংরেজি: Sir Philip Anthony Hopkins) বিংশ শতকের শেষভাগে আবির্ভূত ইংরেজীভাষী চলচ্চিত্রের একজন খ্যাতিমান অভিনেতা যিনি সচরাচর অ্যান্থনি হপকিন্স হিসেবেই উল্লেখিত হয়ে থাকেন। ব্রিটিশ এই অভিনেতার জন্ম ১৯৩৭ সালের ৩১ মে ডিসেম্বর তারিখে। তার জনপ্রিয় একটি ছবির নাম দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস। এ জন্য তিনি অস্কার পুরস্কার লাভ করেছেন। ১৯৬০ খ্রিষ্টাব্দে হ্যাভ আ সিগারেট নামীয় মঞ্চ নাটকের মধ্য দিয়ে তার অভিনয় জগতে পদার্পণ। ১৯৯৩ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের রাণী এলিজাবেথ ২য় তাকে 'স্যার' উপাধিতে ভূষিত করে। সম্প্রতি তিনি অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কন এবং সঙ্গীতে মনোনিবেশ করেছেন।

স্যার

অ্যান্থনি হপকিন্স

স্যার অ্যান্থনি হপকিন্স, টরোন্টো, ২০১০
জন্ম
ফিলিপ অ্যান্থনি হপকিন্স

(1937-12-31) ৩১ ডিসেম্বর ১৯৩৭
Port Talbot, Glamorgan, ওয়েল্‌স্‌
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৬০ সাল থেকে
দাম্পত্য সঙ্গী
  • Petronella Barker (১৯৬৭–৭২; তালাকপ্রাপ্ত)
  • Jennifer Lynton (১৯৭৩–২০০২; তালাকপ্রাপ্ত)
  • Stella Arroyave (m. ২০০৩)

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.