এডওয়ার্ড জি. রবিনসন

এডওয়ার্ড জি. রবিনসন (ইংরেজি: Edward G. Robinson; জন্ম: এমানুয়েল গোল্ডেনবার্গ, ১২ ডিসেম্বর ১৮৯৩ - ২৬ জানুয়ারি ১৯৭৩) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি হলিউডের স্বর্ণযুগে এক শতাধিক চলচ্চিত্রে এবং ৪০টি ব্রডওয়ে মঞ্চনাটকে অভিনয় করেন।[1] তিনি লিটল সিজারকি লার্গো চলচ্চিত্রে গ্যাংস্টার চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক প্রসিদ্ধ।

এডওয়ার্ড জি. রবিনসন
Edward G. Robinson
আনু. ১৯৩৫ সালে রবিনসন
জন্ম
এমানুয়েল গোল্ডেনবার্গ

(১৮৯৩-১২-১২)১২ ডিসেম্বর ১৮৯৩
মৃত্যু২৬ জানুয়ারি ১৯৭৩(1973-01-26) (বয়স ৭৯)
পেশাঅভিনেতা
কার্যকাল১৯১৩-১৯৭৩
দাম্পত্য সঙ্গীগ্লাডিস লয়েড
(বি. ১৯২৭; বিচ্ছেদ. ১৯৫৬)

জেন রবিনসন
(বি. ১৯৫৮; মৃ. ১৯৭৩)
সন্তান

রবিনসন নোয়া চলচ্চিত্র ডাবল ইনডেমনিটি-এ বীমা ব্যবসায়ে বিনিয়োগকারী, দ্য টেন কমান্ডমেন্টস-এ ডেথান, এবং তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র বিজ্ঞান কল্পকাহিনীমূলক সয়লেন্ট গ্রিন-এ অভিনয় করেন।[2] চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য তাকে ১৯৭৩ সালে তার মৃত্যুর দুই মাস পর একাডেমি সম্মানসূচক পুরস্কারে ভূষিত করা হয়। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাদের ধ্রুপদী মার্কিন চলচ্চিত্রের সেরা ২৫ পুরুষ তারকা তালিকায় তাকে ২৪তম তারকা হিসেবে তালিকাভূক্ত করেছে।

তথ্যসূত্র

  1. "Edward G. Robinson, 79, Dies; His 'Little Caesar' Set a Style; Man of Great Kindness Edward G. Robinson Is Dead at 79 Made Speeches to Friends Appeared in 100 Films"দ্য নিউ ইয়র্ক টাইমস। ২৭ জানুয়ারি ১৯৭৩। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮
  2. অবিচুয়ারি, ভ্যারাইটি, ৩১ জানুয়ারি ১৯৭৩, পৃ. ৭১।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.