মারচেল্লো মাস্ত্রোইয়ান্নি

মারচেল্লো ভিনসেঞ্জো দোমেনিকো মাস্ত্রোইয়ান্নি, ওএমআরআই (ইতালীয় উচ্চারণ: [marˈtʃɛllo mastroˈjanni]; জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯২৪ - ১৯ ডিসেম্বর ১৯৯৬)[1][2] ছিলেন একজন ইতালীয় চলচ্চিত্র অভিনেতা। ১৯৫০-এর দশকে পরিচালক ফেদেরিকো ফেল্লিনির নজরে আসার পর তিনি ইতালির অন্যতম সেরা তারকা হয়ে ওঠেন এবং ১৯৬০-এর দশকে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল লা দলচে ভিতা (১৯৬০), লা নত্তে (১৯৬১), দিভোর্জিও আল্লিতালিয়ানা (১৯৬১), অত্তো এ মেজ্জো (১৯৬৩), আইয়েরি, অগি, দোমানি (১৯৬৩), মাত্রিমোনিও আল্লিতালিয়ানা (১৯৬৩), লা দেসিমা ভিত্তিমা (১৯৬৫), উনা জোরনাতা পাত্রিকোলারে (১৯৭৭), লা সিত্তা দেল্লে দোন্নে (১৯৮০), ফোর্থ হেনরি (১৯৮৪), অচি সোরনি (১৯৮৭), এবং স্তান্নো তুত্তি বেনে (১৯৯০)। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি দুটি কান চলচ্চিত্র উৎসব পুরস্কার, দুটি বাফটা পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার, পাঁচটি দাভিদ দি দোনাতেল্লো ও সাতটি নাস্ত্রো দারজেন্তো অর্জন করেন।[3]

মারচেল্লো মাস্ত্রোইয়ান্নি

ওএমআরআই
Marcello Mastroianni
১৯৯১ সালে মাস্ত্রোইয়ান্নি
জন্ম
মারচেল্লো ভিনসেঞ্জো দোমেনিকো মাস্ত্রোইয়ান্নি

(১৯২৪-০৯-২৮)২৮ সেপ্টেম্বর ১৯২৪
ফন্তানা লিরি, লাতসিও, ইতালীয় প্রজাতন্ত্র
মৃত্যু১৯ ডিসেম্বর ১৯৯৬(1996-12-19) (বয়স ৭২)
মৃত্যুর কারণঅগ্ন্যাশয়ের ক্যান্সার
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৩৮-১৯৯৬
দাম্পত্য সঙ্গীফ্লোরা কারাবেল্লা
(বি. ১৯৫০; মৃ. ১৯৯৬)
সঙ্গীকাত্রিন দ্যনুভ (১৯৭১-১৯৭৫)
আন্না মারিয়া তাতো (১৯৭৬-১৯৯৬)

প্রারম্ভিক জীবন

মাস্ত্রোইয়ান্নি ১৯২৪ সালের ২৮শে সেপ্টেম্বর তদানীন্তন ইতালীয় প্রজাতন্ত্রের লাতসিওর ফন্তানা লিরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তুরিন ও রোম শহরে বেড়ে ওঠেন। তার পিতা অত্তোনে মাস্ত্রোইয়ান্নি ছিলেন কাঠের দোকানের মালিক এবং তার মাতা ইদা (প্রদত্ত নাম: ইরোল্লে)।[3][4] তার চাচা উমবের্তো মাস্ত্রোইয়ান্নি একজন ভাস্কর। মারচেল্লোর ভাই রুগেরো মাস্ত্রোইয়ান্নি একজন চলচ্চিত্র সম্পাদক, যিনি মারচেল্লো অভিনীত অনেক চলচ্চিত্রের সম্পাদনা করেছেন এবং তার সাথে সিপিওনে দেত্তো আনচে লাফ্রিকানো (১৯৭১) চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তথ্যসূত্র

  1. "Marcello Mastroianni"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ৩১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮
  2. "Alain Elkann Interviews Marcello Mastroianni actor"Alain Elkann Interviews (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮
  3. "Marcello Mastroianni"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮
  4. রোথ, অ্যান; ম্যাক্সিন ব্লক, চার্লস মরিৎজ, ক্যান্ডি, মার্জোরি ডেন্ট (১৯৫৮). Current Biography Yearbook. Hw Wilson Co. পৃ. ২৬১।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.