রিভার ফিনিক্স

রিভার জুড ফিনিক্স (ইংরেজি: River Jude Phoenix; ২৩ আগস্ট ১৯৭০৩১ অক্টোবর ১৯৯৩) ছিলেন একজন মার্কিন অভিনেতা, সঙ্গীতজ্ঞ ও সমাজকর্মী। তিনি রেইন ফিনিক্স, হোয়াকিন ফিনিক্স, লিবার্টি ফিনিক্স ও সামার ফিনিক্সের বড় ভাই।

রিভার ফিনিক্স
River Phoenix
১৯৮৯ সালে একাডেমি পুরস্কার আয়োজনে ফিনিক্স
জন্ম
রিভার জুড বটম

(১৯৭০-০৮-২৩)২৩ আগস্ট ১৯৭০
মাড্রাস, অরেগন, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু৩১ অক্টোবর ১৯৯৩(1993-10-31) (বয়স ২৩)
ওয়েস্ট হলিউড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া
সমাধিদাহকৃত
পেশাঅভিনেতা, সঙ্গীতজ্ঞ, সমাজকর্মী
কার্যকাল১৯৮২–১৯৯৩
পিতা-মাতাআর্লিন ফিনিক্স
আত্মীয়রেইন ফিনিক্স (বোন)
হোয়াকিন ফিনিক্স (ভাই)
লিবার্টি ফিনিক্স (বোন)
সামার ফিনিক্সে (বোন)
সঙ্গীত কর্মজীবন
ধরন
  • Alternative rock
  • folk rock
বাদ্যযন্ত্রসমূহ
  • ভোকাল
  • গিটার
সহযোগী শিল্পীআলেকাস অ্যাটিক

ফিনিক্স ২৪টি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেন এবং টিন আইডল হিসেবে সুখ্যাতি অর্জন করেন।[1] তিনি ১০ বছর বয়সে টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে তার অভিনয় কর্মজীবন শুরু করেন। তিনি বিজ্ঞান কল্পকাহিনীমূলক রোমাঞ্চকর চলচ্চিত্র এক্সপ্লোরারস (১৯৮৫)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন এবং তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল স্টিভেন কিং রচিত দ্য বডি উপন্যাসিকা অবলম্বনে নির্মিত স্ট্যান্ড বাই মি (১৯৮৬)। তিনি রানিং অন এম্পটি (১৯৮৮) চলচ্চিত্র দিয়ে প্রাপ্ত বয়স্ক অভিনেতা হিসেবে কাজ শুরু করেন এবং এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। মাই ওন প্রাইভেট আইডাহো (১৯৯১) ছবিতে তার কাজের জন্য তিনি ব্যাপকভাবে সমাদৃত হন এবং ভেনিস চলচ্চিত্র উৎসব হতে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভল্পি কাপ ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস পুরস্কার অর্জন করেন।

১৯৯৩ সালের ৩১শে অক্টবর ফিনিক্স অতিরিক্ত ঔষধ সেবনের পর ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মাত্র ২৩ বছর বয়সে মারা যান।[2] মৃত্যুকালে তিনি ডার্ক ব্লাড চলচ্চিত্রের কাজ করছিলেন।

তথ্যসূত্র

  1. ওয়েনরব, বার্নার্ড (২ নভেম্বর ১৯৯৩)। "Death of River Phoenix Jolts the Movie Industry"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮
  2. কনেল, রিখ; হাল, কার্লা (১৩ নভেম্বর ১৯৯৩)। "Drug Overdose Killed Phoenix, Coroner Says"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.