হোয়াকিন ফিনিক্স
হোয়াকিন ফিনিক্স (ইংরেজি: Joaquín Rafael Phoenix; ২৮ অক্টোবর ১৯৭৪)[lower-alpha 1][3] হলেন একজন মার্কিন অভিনেতা, প্রযোজক ও সমাজকর্মী। কাজের স্বীকৃতি হিসেবে ফিনিক্স একটি গ্র্যামি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন এবং তিনটি একাডেমি পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। তিনি অভিনেতা রিভার ফিনিক্স এবং অভিনেত্রী রেইন ফিনিক্স, লিবার্টি ফিনিক্স ও সামার ফিনিক্সের ভাই।
হোয়াকিন ফিনিক্স | |
---|---|
Joaquín Phoenix | |
![]() ২০১৭ সালে ফিনিক্স | |
জন্ম | হোয়াকিন রাফায়েল ফিনিক্স ২৮ অক্টোবর ১৯৭৪ সান হুয়ান, পোয়ের্তো রিকা |
অন্যান্য নাম | লিফ ফিনিক্স |
পেশা | অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ, সমাজকর্মী |
কার্যকাল | ১৯৮২–বর্তমান |
সঙ্গী | রুনি মেয়ারা (২০১৬–বর্তমান) |
পিতা-মাতা | আর্লিন ফিনিক্স |
আত্মীয় |
|
ফিনিক্স তার ভাই রিভার ও বোন সামার ফিনিক্সের সাথে টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় শুরু করেন। তার প্রথম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ভূমিকা হল হাস্যরসাত্মক নাট্যধর্মী চলচ্চিত্র পেরেন্টহুড (১৯৮৯)। তিনি শিশু অভিনেতা হিসেবে কাজ করার সময় তার নিজের প্রদত্ত নাম লিফ ফিনিক্স নামে কাজ করতেন। পরবর্তীকালে তিনি তার জন্মনাম হোয়াকিন নামে কাজ শুরু করেন এবং টু ডাই ফর (১৯৯৫) ও কুইলস (২০০০) চলচ্চিত্র পার্শ্ব চরিত্রে অভিনয় করে সমাদৃত হন। তিনি ঐতিহাসিক মহাকাব্যিক গ্ল্যাডিয়েটর (২০০০) চলচ্চিত্রে কমোডাস চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন, এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি সঙ্গীতজ্ঞ জনি ক্যাশের জীবনীমূলক ওয়াক দ্য লাইন (২০০৫) ও দ্য মাস্টার (২০১২) চলচ্চিত্রে অভিনয় করে আরও দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রটির জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভল্পি কাপ অর্জন করেন। তিনি ও রিভার ফিনিক্স একমাত্র ভ্রাতৃদ্বয়, যাদের অভিনয় বিভাগে একাডেমি পুরস্কারের মনোনীত হয়েছেন।[4]
টীকা
তথ্যসূত্র
- "PREMIERE April 1988"। আলেকা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮।
- "Joaquin Phoenix"। হেলো!। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮।
- Contemporary theatre, film, and television, গেল রিসার্চ কো., ২০০২, পৃষ্ঠা 213, আইএসবিএন 978-0-7876-6360-5
- "OSCAR FIRSTS AND OTHER TRIVIA" (PDF)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে হোয়াকিন ফিনিক্স সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হোয়াকিন ফিনিক্স
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে হোয়াকিন ফিনিক্স
(ইংরেজি)