জনাথন প্রাইস
জনাথন প্রাইস (ইংরেজি: Jonathan Pryce; জন্ম: ১লা জুন ১৯৪৭) হলেন একজন ওয়েলসীয় অভিনেতা ও গায়ক। তিনি তার ভিন্নধর্মী কাজের জন্য সমাদৃত।[1] মঞ্চে তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি দুটি টনি পুরস্কার, দুটি লরন্স অলিভিয়ে পুরস্কার ও একটি ড্রামা ডেস্ক পুরস্কার অর্জন করেন। এছাড়া ক্যারিংটন চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার লাভ করেন।
জনাথন প্রাইস কেবিই | |
---|---|
Jonathan Pryce | |
জন্ম | জন প্রাইস ১ জুন ১৯৪৭ কারমেল, ফিন্টশায়ার, ওয়েলস |
জাতীয়তা | ব্রিটিশ |
যেখানের শিক্ষার্থী | রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট |
পেশা | অভিনেতা |
কার্যকাল | ১৯৭০-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | কেট ফ্যাহি (বি. ২০১৫) |
সন্তান | ৩ |
পুরস্কার | পূর্ণ তালিকা |
রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে পড়াশুনা করার সময়ে তার দীর্ঘ সময়ের বান্ধবী ও পরে স্ত্রী ইংরেজ অভিনেত্রী কেট ফ্যাহির সাথে তার সাক্ষাৎ হয়। ১৯৭০-এর দশকে তিনি মঞ্চে কাজ শুরু করেন। রয়্যাল কোর্ট থিয়েটারে হ্যামলেট মঞ্চনাটকে নাম ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে টনি পুরস্কার অর্জন করেন। এই অর্জনের পর তিনি কয়েকটি চলচ্চিত্র ও টেলিভিশনে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন। তার একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র ভূমিকা ছিল টেরি গিলিয়াম পরিচালিত ১৯৮৫ সালের কাল্ট চলচ্চিত্র ব্রাজিল।
তথ্যসূত্র
- "Jonathan Pryce Confirmed To Step Into 'Dirty Rotten Scoundrels'"। ব্রডওয়ে ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে জনাথন প্রাইস সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- অলমুভিতে জনাথন প্রাইস (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জনাথন প্রাইস
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে জনাথন প্রাইস
(ইংরেজি)