টিমোথি স্পাল
টিমোথি লিওনার্ড স্পাল, ওবিই (ইংরেজি: Timothy Leonard Spall; জন্ম: ২৭ ফেব্রুয়ারি ১৯৫৭) হলেন একজন ব্রিটিশ অভিনেতা ও উপস্থাপক। তিনি ১৯৮৩ সালে আইটিভির হাস্যরসাত্মক নাট্যধর্মী ধারাবাহিক আউফ ভিডারসেহেন, পেট-এ ব্যারি স্পেন্সার টেলর চরিত্রে অভিনয় করে যুক্তরাজ্যে পরিচিতি অর্জন করেন।
টিমোথি স্পাল | |
---|---|
Timothy Spall | |
![]() ২০১৭ সালে বার্লিনালে-তে স্পাল | |
জন্ম | টিমোথি লিওনার্ড স্পাল ২৭ ফেব্রুয়ারি ১৯৫৭ ব্যাটারসি, লন্ডন, ইংল্যান্ড |
যেখানের শিক্ষার্থী | রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট |
পেশা | অভিনেতা, উপস্থাপক |
কার্যকাল | ১৯৭৮-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | শেন স্পাল (বি. ১৯৮১) |
সন্তান | ৩ |
স্পাল সিক্রেটস্ অ্যান্ড লাইজ (১৯৯৬) চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরবর্তী কালে তিনি দ্য উইজডম অব ক্রকোডাইলস্ (১৯৯৮)-এ ইনস্পেক্টর হিলি, দ্য লাস্ট সামুরাই (২০০৩)-এ সিমন গ্রাহাম, হ্যারি পটার চলচ্চিত্র ধারাবাহিকে (২০০৪-২০১০) পিটার পেটিগ্রিউ, পিয়েরপয়েন্ট (২০০৫)-এ অ্যালবার্ট পিয়েরপয়েন্ট, সুইনি টড: দ্য ডিমন বারবার অব ফ্লিট স্ট্রিট (২০০৭)-এ বিডল ব্যামফোর্ড, দ্য ডেমড ইউনাইটেড (২০০৯)-এ পিটার টেলর এবং দ্য কিংস স্পিচ (২০১০)-এ উইনস্টন চার্চিল চরিত্রে অভিনয় করেন।
তাকে টিমোথি স্পাল: ...অ্যাট সি (২০১০-২০১২) টিভি প্রামাণ্যচিত্রে দেখা যায় এবং তিনি ২০১৪ সালে মাইক লেইয়ের জীবনীমূলক চলচ্চিত্র মিস্টার টার্নার ছবিতে জে. এম. ডব্লিউ. টার্নার চরিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।[1]
তথ্যসূত্র
- "Timothy Spall wins Best Actor award at Cannes Film Festival"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ২৪ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে টিমোথি স্পাল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে টিমোথি স্পাল
(ইংরেজি) - ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের স্ক্রিনঅনলাইনে টিমোথি স্পাল
- রটেন টম্যাটোসে টিমোথি স্পাল (ইংরেজি)