জেমস স্পেডার
জেমস টড স্পেডার (ইংরেজি: James Todd Spader; জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৯৬০)[1][2] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি নাট্যধর্মী সেক্স, লাইজ, অ্যান্ড ভিডিওটেপ (১৯৮৯) চলচ্চিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি বিজ্ঞানকল্পকাহিনিমূলক মারপিঠধর্মী স্ট্রেরগেট (১৯৯৪), বিতর্কিত মনস্তাত্ত্বিক থ্রিলার ক্র্যাশ (১৯৯৬) ও যৌন উত্তেজক প্রণয়ধর্মী সেক্রেটারি (২০০২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ।
জেমস স্পেডার | |
---|---|
James Spader | |
![]() ২০১৪ সালে সান দিয়েগো কমিক কনে স্পেডার | |
জন্ম | জেমস টড স্পেডার ৭ ফেব্রুয়ারি ১৯৬০ বোস্টন, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা | অভিনেতা |
কার্যকাল | ১৯৭৮-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | লেসলি স্টেফানসন (বি. ২০০২) |
সন্তান | ৩ |
তার অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন ভূমিকাসমূহ হল দ্য প্র্যাকটিস ও এর স্পিন-অফ বোস্টন লিগ্যাল-এ অ্যাটর্নি অ্যালান শোর, যার জন্য তিনি তিনটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন; হাস্যরসাত্মক-বিদ্রুপচিত্র দ্য অফিস-এ রবার্ট ক্যালিফোর্নিয়া; এবং এনবিসির অপরাধমূলক নাট্যধর্মী ব্ল্যাকলিস্ট-এ রেমন্ড "রেড" রেডিংটন, যার জন্য তিনি দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
পুরস্কার ও মনোনয়ন
পুরস্কার | বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
---|---|---|---|---|
কান চলচ্চিত্র উৎসব পুরস্কার | ১৯৮৯ | শ্রেষ্ঠ অভিনেতা | সেক্স, লাইজ অ্যান্ড ভিডিওটেপ | বিজয়ী |
গোল্ডেন গ্লোব পুরস্কার | ২০০৫ | নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অভিনেতা | বোস্টন লিগ্যাল | মনোনীত |
২০১৪ | দ্য ব্ল্যাকলিস্ট | মনোনীত | ||
২০১৫ | দ্য ব্ল্যাকলিস্ট | মনোনীত | ||
প্রাইমটাইম এমি পুরস্কার | ২০০৪ | নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেতা | দ্য প্র্যাকটিস | বিজয়ী |
২০০৫ | বোস্টন লিগ্যাল | বিজয়ী | ||
২০০৭ | বিজয়ী | |||
২০০৮ | মনোনীত | |||
তথ্যসূত্র
- "James Spader"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯।
- "James Spader Biography (1960-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে জেমস স্পেডার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- অলমুভিতে জেমস স্পেডার (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জেমস স্পেডার
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে জেমস স্পেডার
(ইংরেজি)