জিম ক্যারি
জেমস ইউজিন “জিম” ক্যারি (/ˈkæri/; জন্ম জানুয়ারি ১৭, ১৯৬২), কানাডীয় বংশোদ্ভুত একজন মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক। ক্যারি ১৯৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তার স্কেচ হাস্যরসাত্মক টেলিভিশন ধারাবাহিক ইন লিভিং কালার দিয়ে পরিচিতি অর্জন করেন। তার প্রথমদিকের অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দি মাস্ক (১৯৯৪), এইস ভেঞ্চুরা: পেট ডিটেকটিভ (১৯৯৪), ডাম্ব অ্যান্ড ডাম্বার (১৯৯৪), লায়ার লায়ার (১৯৯৭) প্রভৃতি। তিনি দ্য ট্রুম্যান শো (১৯৯৮) ও ম্যান অন দ্য মুন চলচ্চিত্র দিয়ে সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।
জিম ক্যারি | |
---|---|
![]() ক্যারি ২০০৮ সালে ইয়েস ম্যান চলচ্চিত্রের প্রিমিয়ারে | |
জন্ম | জেমস ইউজিন ক্যারি জানুয়ারি ১৭, ১৯৬২ |
জাতীয়তা | কানাডীয় মার্কিন |
নাগরিকত্ব | কানাডীয় মার্কিন |
পেশা |
|
কার্যকাল | ১৯৮০–বর্তমান |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান | ১ |
কৌতুকাভিনয় কর্মজীবন | |
মাধ্যম | স্ট্যান্ড-আপ, চলচ্চিত্র, টেলিভিশন |
ধরন | Observational comedy, physical comedy, surreal humor |
বিষয়(সমূহ) | প্রাত্যহিক জীবন, জনপ্রিয় সংস্কৃতি, রাজনীতি, সেলিব্রেটি |
প্রভাবিত হয়েছেন | জোনাথান উইন্টার্স,[1] জেরি লুইস[2] |
ওয়েবসাইট | www |
স্বাক্ষর | |
![]() |
২০০০ এর দশকে তিনি হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস ও হাস্যরসাত্মক মি, মাইসেলফ অ্যান্ড আইরিন (২০০০), ব্রুস অলমাইটি (২০০৩), ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড (২০০৪), লেমোনি স্নিকেট্স আ সিরিজ অফ আনফরচুনেট ইভেন্ট্স (২০০৪), ফান উইথ ডিক অ্যান্ড জেন (২০০৫), ইয়েস ম্যান (২০০৮), হরটন হিয়ার্স আহু! (২০০৮) এবং আ ক্রিসমান ক্যারল (২০০৯) এ অভিনয় করে আরও জনপ্রিয়তা অর্জন করেন। ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তথ্যসূত্র
- "Jonathan Winters, who influenced Jim Carrey and Robin Williams, among others, dead at 87"। National Post। এপ্রিল ১২, ২০১৩। ১৩ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৩, ২০১৪।
- Sepinwall, Alan (জুলাই ২৯, ২০১১)। "Press tour: Jerry Lewis is cranky for Encore"। Hitflix। সংগ্রহের তারিখ আগস্ট ১৩, ২০১৪।