জানকার্লো জাননিনি

জানকার্লো জাননিনি (ইতালীয় উচ্চারণ: [dʒaŋˈkarlo dʒanˈniːni]; জন্ম: ১ আগস্ট ১৯৪২) হলেন একজন ইতালীয় অভিনেতা ও কণ্ঠ অভিনেতা। তিনি ১৯৬৫ সালে ফাঙ্গো সুল্লা মেত্রোপোলি দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেন। পরবর্তী কালে তিনি ইতালীয় পরিচালক লিনা ভের্টমুলারের পরিচালনায় কয়েকটি চলচ্চিত্রে কাজ করে খ্যাতি লাভ করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল মিমি মেতাললুর্জিকো ফেরিতো নেল্লোনোরে (১৯৭২); লাভ অ্যান্ড অ্যানার্কি (১৯৭৩), যার জন্য তিনি কান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন; ত্রাভোলতি দা উন ইনসোলিতো ফাতে নেল্লাজ্জুররো মারে দাগোসতো (১৯৭৪); এবং পাসকালিনো সেত্তেবেল্লেজ্জে (১৯৭৫), যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দাভিদ দি দোনাতেল্লো এবং তিনবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ও দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে নাস্ত্রো দারজেন্তো অর্জন করেন।

জানকার্লো জাননিনি
Giancarlo Giannini
২০০০ সালে জানকার্লো
জন্ম (1942-08-01) ১ আগস্ট ১৯৪২
লা স্পেজিয়া, লিগুরিয়া, ইতালি
যেখানের শিক্ষার্থীআকাদেমিয়া নাজিওনালে দি আর্তে দ্রামাতিকা সিলভিও দামিকো
পেশাঅভিনেতা, কণ্ঠ অভিনেতা
কার্যকাল১৯৬৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীলিভিয়া জাম্পালমো
(বি. ১৯৬৭; বিচ্ছেদ. ১৯৭৫)

এউরিল্লা দেল বোনো (বি. ১৯৮৩)
সন্তান

ইতালির বাইরে তিনি জেমস বন্ড চলচ্চিত্র ধারাবাহিকের ক্যাসিনো রয়্যাল (২০০৬) ও কোয়ান্টাম অব সোলেস (২০০৮) এবং ফ্রান্সিস ফোর্ড কোপলা]]র নিউ ইয়র্ক স্টোরিজ এবং রিডলি স্কটের হ্যানিবল চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া তাকে জর্জ ক্লুনির ক্যাচ টুয়েন্টি টু টিভি ধারাবাহিকে তাকে দেখা যায়।[1]

তথ্যসূত্র

  1. ভিভারেল্লি, নিক (২১ মে ২০১৮)। "Giancarlo Giannini Joins George Clooney's 'Catch-22'"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.