সিলভেস্টার স্ট্যালোন
সিলভেস্টার স্ট্যালোন (ইংরেজি: Sylvester Stallone; জন্ম: ৬ জুলাই, ১৯৪৬) হচ্ছেন একজন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। তিনি রকি মুভি সিরিজে অভিনয় করে বেশ সাড়া তৈরি করেন। সিলভেস্টার স্ট্যালোনের রকি সিরিজের সর্বশেষ চলচ্চিত্রটি হচ্ছে রকি বাল্বোয়া। ছবিতে রকি চরিত্রটিকে একজন আন্ডারডগ মুষ্টিযোদ্ধা হিসাবে দেখানো হয়। এছাড়াও তিনি র্যাম্বো চরিত্রের জন্যও বিখ্যাত। এখনো পর্যন্ত ৬টি রকি ও ৪টি র্যাম্বো ফিল্ম হয়েছে। সর্বশেষ র্যাম্বো ফিল্মটির নাম জন র্যাম্বো/র্যাম্বো ৪ বা র্যাম্বো।
সিলভেস্টার স্ট্যালোন | |
---|---|
![]() | |
জন্ম | সিলভেস্টার গার্ডেনজিও স্ট্যালোন[1] জুলাই ৬, ১৯৪৬ নিউইয়র্ক সিটি, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা | আমেরিকান চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, স্ক্রিন রাইটার |
কার্যকাল | ১৯৬৯–বর্তমান |
বার্ষিক সম্পত্তি | ![]() |
দাম্পত্য সঙ্গী | সাশা জাক (বি. ১৯৭৪–১৯৮৫) ব্রাইটি নাইলসেন (বি. ১৯৮৫–১৯৮৭) জেনিফার ফ্ল্যাভিন (বি. ১৯৯৭) |
সন্তান | ৫ |
পিতা-মাতা | ফ্র্যাংক স্ট্যালোন (পিতা) জ্যাকি স্ট্যালোন (মাতা) |
ওয়েবসাইট | সিলভেস্টার স্ট্যালোন |
তথ্যসূত্র
- Some sources indicate he was born as Michael Sylvester Gardenzio Stallone
- "Sylvester Stallone (estimated) Net Worth", www.therichest.com, published 11-05-2015. Retrieved 11-05-2015.
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে সিলভেস্টার স্ট্যালোন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.