শন কনারি

স্যার থমাস শন কনারি (ইংরেজি: Sir Thomas Sean Connery) (জন্ম: ২৫ আগস্ট, ১৯৩০) যিনি শন কনারি নামেই সমধিক পরিচিত, একজন একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার বিজয়ী স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৬৪
১৯৮৮
স্যার শন কনারি
শন কনারি, ১৯৯৯
জন্ম
থমাস শন কনারি
পেশাঅভিনেতা/প্রযোজক
কার্যকাল১৯৫৪–২০০৬
দাম্পত্য সঙ্গীডায়ান কাইলেন্টো (১৯৬২-১৯৭৩)
মিশেলিন রকেব্রুন (১৯৭৫-২০০৯)
ওয়েবসাইটSeanConnery.com

তিনি সবচেয়ে বেশি পরিচিত লাভ করেছেন ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ডের নাম ভূমিকায় বন্ড চলচ্চিত্রগুলোতে অভিনয়ের জন্য। ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি মোট ৭টি বন্ড ছবিতে অভিনয় করেছেন।[1] ১৯৮৮ সালে তিনি দ্য আনটাচেবল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।[2] এছাড়াও মেরিন, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড, দ্য হান্ট ফর রেড অক্টোবর, ড্রাগনহার্ট, দ্য রক প্রভৃতি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

জেমস বণ্ডের নাম ভূমিকায়

গুপ্তচর হিসেবে জেমস বণ্ডের নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সকলের নজরে আসেন শন কনারি। বণ্ড চলচ্চিত্রের প্রথম পাঁচটি ছবির মূল চরিত্রে অভিনয় করেন। ছবিগুলো হলো - ড. নো (১৯৬২), ফ্রম রাশিয়া উইদ লাভ (১৯৬৩), গোল্ডফিঙ্গার (১৯৬৪), থাণ্ডারবল (১৯৬৫) এবং ইউ অনলি লাইভ টুয়াইস (১৯৬৭)। তারপর পুণরায় তিনি ডায়মণ্ডস আর ফরএভার (১৯৭১) এবং নেভার সে নেভার এগেইন (১৯৮৩) ছবিতে বণ্ড হিসেবে পুণরায় অংশগ্রহণ করেন। বণ্ড সিরিজের সাতটি চলচ্চিত্রই বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য লাভ করেছিল।

উল্লেখযোগ্য চলচ্চিত্র

সাল শিরোনাম ভূমিকা মন্তব্য
১৯৬২ড. নোজেমস বন্ড
১৯৬৭দ্য বোলার এন্ড দ্য বানেটস্বয়ং(পরিচালক; প্রামাণ্যচিত্র)
১৯৮১আউটল্যান্ডমার্শাল উইলিয়াম টি. ও'নীলমনোনয়ন — সেরা অভিনেতা, স্যাটার্ণ এ্যাওয়ার্ড
১৯৮৩নেভার সে নেভার এগেইনজেমস বন্ড(অনানুষ্ঠানিক জেমস বন্ড)
১৯৮৬দ্য নেম অব দ্য রোজ (ফিল্ম)উইলিয়াম অব বাস্কেরভিলকেন্দ্রীয় চরিত্রের জন্য বাফটা সেরা অভিনেতা পুরস্কার
১৯৮৭দি আনটাচেবলস্‌ (ফিল্ম)জিম ম্যালোনসেরা সহ-অভিনেতা হিসেবে একাডেমী পুরস্কার, সেরা সহ-অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার - মোশন পিকচার, এনবিআর কর্তৃক সেরা সহ-অভিনেতা পুরস্কার

তথ্যসূত্র

  1. "Profile: Sean Connery"BBC News Online। ২০০৬-০৩-১২। সংগ্রহের তারিখ ২০০৭-০৩-১৯
  2. "popculture.com's Oscar Winners Archive"। www.popculturemadness.com। ২০১১-০৩-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.