জেমি বেল

জেমি বেল (ইংরেজি: Jamie Bell নামে পরিচিত অ্যান্ড্রু জেমস ম্যাটফিন বেল (ইংরেজি: Andrew James Matfin Bell; জন্ম: ১৪ মার্চ ১৯৮৬) হলেন একজন ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী। তিনি তার প্রথম চলচ্চিত্র বিলি এলিয়ট (২০০০)-এ অভিনয় করে প্রসিদ্ধি অর্জন করেন এবং শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন।[1] তার অভিনীত পরবর্তী চলচ্চিত্রগুলো হল কিং কং (২০০৫), জাম্পার (২০০৮), দি অ্যাডভেঞ্চার্স অব টিনটিন (২০১১),[2] স্নোপিয়ের্সার (২০১৩) ও ফ্যান্ট্যাস্টিক ফোর (২০১৫)। এছাড়া তিনি টেলিভিশন ধারাবাহিক টার্ন: ওয়াশিংটন্‌স স্পাইজ (২০১৪)-এ আব্রাহাম উডহাল চরিত্রে অভিনয় করেন।

জেমি বেল
Jamie Bell
২০১৫ সালে বেল
জন্ম
অ্যান্ড্রু জেমস ম্যাটফিন বেল

(1986-03-14) ১৪ মার্চ ১৯৮৬
বিলিংহাম, ইংল্যান্ড
পেশাঅভিনেতা, নৃত্যশিল্পী
কার্যকাল২০০০-বর্তমান
দাম্পত্য সঙ্গীইভান রেচেল উড (বি. ২০১২; বিচ্ছেদ. ২০১৪)
কেট মেয়ারা (বি. ২০১৭)
সন্তান

প্রারম্ভিক জীবন

বেল ১৯৮৬ সালের ১৪ই মার্চ ইংল্যান্ডের বিলিংহামে জন্মগ্রহণ করেন। তার মাতা এইলিন (জন্মনাম: ম্যাটফিন) এবং পিতা জন বেল। জেমি জন্মের পূর্বেই তার পিতা তার মাতা ও বড় বোন ক্যাথরিনকে ছেড়ে চলে যান।[3] তিনি তার মায়ের কাছেই বেড়ে ওঠেন। তার বোনের সাথে ব্যালের তালিম নেওয়ার সময় তিনি নৃত্যের সাথে জড়িয়ে পড়েন।

তথ্যসূত্র

  1. "2001 Film Actor in a Leading Role"বাফটা (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৮
  2. "টিনটিন নিয়ে স্পিলবার্গ"দৈনিক প্রথম আলো। ৩ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৮
  3. "Jamie's dance to fame"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ৬ ফেব্রুয়ারি ২০০১। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.