মার্থা রে

মার্থা রে (২৭ আগস্ট ১৯১৬১৯ অক্টোবর ১৯৯৪) ছিলেন একজন মার্কিন কৌতুকভিনেতা, অভিনেত্রী, ও গায়িকা। বাল্যকালে রে গায়িকা ও কৌতুকাভিনেত্রী হিসেবে তার কাজ শুরু করেন। তিনি চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করলেও পরবর্তীতে ব্রডওয়ে মঞ্চে কাজ করেন। তার সেচ্ছাসেবী কাজের জন্য তিনি ১৯৬৯ সালে একাডেমি পুরস্কারের জিন হারশল্ট মানবহিতৈষী পুরস্কার এবং ১৯৭৩ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন।

মার্থা রে
Martha Raye
১৯৪০-এর দশকে রে
জন্ম
মার্গি রিড

(১৯১৬-০৮-২৭)২৭ আগস্ট ১৯১৬
মৃত্যুঅক্টোবর ১৯, ১৯৯৪(1994-10-19) (বয়স ৭৮)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিমেইন পোস্ট সেমেটারি, ফোর্ট ব্র্যাগ, নর্থ ক্যারোলিনা
পেশাঅভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, গায়িকা
কার্যকাল১৯৩৪–১৯৮৯

প্রারম্ভিক জীবন

রে ১৯১৬ সালের ২৭শে আগস্ট মন্টানার বাটের সেন্ট জেমস হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম মার্গি রিড।[1][2] কোন কোন সূত্রে বলা হয় তার প্রকৃত নাম ম্যাগি ওরিড। তার পিতা পিটার এফ রিড জুনিয়র আইরিশ অভিবাসী এবং মাতা মেবেল হেজেল (প্রদত্ত নাম: হুপার) মিলওয়াকি ও মন্টানায় বেড়ে ওঠেন।[3] মার্থার জন্মের সময় দুজনেই স্থানীয় ভডেভিল মঞ্চে "রিড ও হুপার" যুগল হিসেবে অভিনয় করতেন।[4] তার জন্মের দুই দিন পরেই তার মা আবার অভিনয় করেন। মার্থা তিন বছর বয়সে তার পিতামাতার সাথে মঞ্চে কাজ করেন। তিনি পরবর্তীকালে তার ভাই বাডের সাথে কাজ করতেন। তারা দুজন এতো জনপ্রিয় হয়ে ওঠেন যে তার পিতামাতা অনুষ্ঠানের নাম পরিবর্তন করে "মার্গি অ্যান্ড বাড" রাখা হয়।

তথ্যসূত্র

  1. "Birth Certificate"কর্নেল ম্যাগি.কম। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮
  2. "125 Montana Newsmakers: Martha Raye"গ্রেট ফলস ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮
  3. হেরৎসগ, বাক (২৭ ফেব্রুয়ারি ১৯৪০)। "Milwaukee Memories for Mother of Martha Raye"দ্য মিলওয়াউকি সেন্টিনেল। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯
  4. ভ্যান গেল্ডার, লরেন্স (২০ অক্টোবর ১৯৯৪)। "Martha Raye, 78, Singer And Comic Actress, Dies"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.