জেমস আর্ল জোন্স

জেমস আর্ল জোন্স (ইংরেজি: James Earl Jones; জন্ম: ১৭ জানুয়ারি ১৯৩১) হলেন একজন মার্কিন অভিনেতা। ষাট বছরের অধিক সময় ধরে তিনি অভিনয় করছেন এবং তাকে "মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রখ্যাত ও বৈচিত্রময় অভিনয়শিল্পীদের একজন"[1] এবং "যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা অভিনয়শিল্পী" হিসেবে আখ্যায়িত করা হয়।[2] ১৯৫৭ সালে ব্রডওয়ে মঞ্চে অভিষেকের পর থেকে তিনি একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। দ্য গ্রেট হোয়াইট হোপ মঞ্চনাটকে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে টনি পুরস্কার অর্জন করেন এবং এর চলচ্চিত্ররূপে (১৯৭০) অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারসেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। জোন্স তিনটি এমি পুরস্কার অর্জন করেন, তন্মধ্যে ১৯৯০ সালে একই বছরে দুটি পুরস্কার পান। এছাড়া তিনি স্টার ওয়ার্স চলচ্চিত্র ধারাবাহিকে ডার্থ ভেডার ও ডিজনির দ্য লায়ন কিং-এ মুফাসা চরিত্রের জন্য প্রসিদ্ধি অর্জন করেন।

জেমস আর্ল জোন্স
James Earl Jones
২০০১ সালে বাল্টিমোরে জোন্স
জন্ম(১৯৩১-০১-১৭)১৭ জানুয়ারি ১৯৩১
যেখানের শিক্ষার্থীমিশিগান স্কুল অব মিউজিক, থিয়েটার অ্যান্ড ড্রামা বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৪৮-বর্তমান
দাম্পত্য সঙ্গীজুলিয়েন মারি
(বি. ১৯৬৮; বিচ্ছেদ. ১৯৭২)
সেসিলিয়া হার্ট
(বি. ১৯৮২; মৃ. ২০১৬)
সন্তান
পিতা-মাতারবার্ট আর্ল জোন্স (পিতা)
রুথ কনেলি (মাতা)

তথ্যসূত্র

  1. মার্ক্স, রেবেকা ফ্লিন্ট। "James Earl Jones"অলমুভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯
  2. স্পার্লিং, নিকোল; কিং, সুজান (১২ নভেম্বর ২০১১)। "Oprah shines, Ratner controversy fades at honorary Oscars gala"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.