বব হোপ

লেসলি টাউন্স "বব" হোপ কেবিই, কেসিএসজি, কেএসএস (ইংরেজি: Leslie Townes "Bob" Hope; ২৯শে মে ১৯০৩ - ২৭শে জুলাই ২০০৩) ছিলেন একজন মার্কিন কৌতুকাভিনেতা,[1] অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী, মল্লক্রীড়াবিদ ও লেখক। ৮০ বছরের বেশি সময়ে তার কর্মজীবনে তিনি ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন, যার মধ্যে ৫৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন। তিনি বিং ক্রাজবির সাথে সাতটি "রোড টু..." সঙ্গীতধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি সর্বাধিক ১৯ বার একাডেমি পুরস্কার আয়োজনের উপস্থাপনা করেছেন। এছাড়া তিনি মঞ্চ ও টেলিভিশনে কাজ অভিনয় করেছেন এবং ১৪টি বই রচনা করেছেন।

বব হোপ
Bob Hope
১৯৭৮ সালে হোপ
জন্ম
লেসলি টাউন্স হোপ

(১৯০৩-০৫-২৯)২৯ মে ১৯০৩
ওয়েল হল, এলথাম, কাউন্টি অব লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু২৭ জুলাই ২০০৩(2003-07-27) (বয়স ১০০)
সমাধিসান ফার্নান্দো মিশন সেমেটারি, মার্কিন যুক্তরাষ্ট্র
অন্যান্য নামলেস হোপ
প্যাকি ইস্ট
পেশাঅভিনেতা, কৌতুকাভিনেতা, গায়ক, লেখক
কার্যকাল১৯১৯-১৯৯৭
দাম্পত্য সঙ্গীগ্রেস লুইস ট্রক্সেল
(বি. ১৯৩৩; বিচ্ছেদ. ১৯৩৪)

ডলোরেস রিড
(বি. ১৯৩৪; মৃ. ২০০৩)
সন্তান
আত্মীয়জ্যাক হোপ (ভাই)

প্রারম্ভিক জীবন

হোপ ১৯০৩ সালের ২৯শে মে লন্ডন কাউন্টির (বর্তমান গ্রিনউইচের রয়্যাল বরো) ইলথামের ওয়েল হলের ক্রেইটন রোডে জন্মগ্রহণ করেন। সেখানে তার স্মরণে একটি নীল ফলক রয়েছ।[2] তার পিতা উইলিয়াম হেনরি হোপ ছিলেন ওয়েস্টন-সুপার-মেয়ারের ইংরেজ পাথরমিস্ত্রী। তার মাতা এভিস (জন্মনাম: টাউন্স) ছিলেন গ্লেম্বারগান উপত্যকার ব্যারি অঞ্চলের ওয়েলসীয় লাইট অপেরা গায়িকা,[3] যিনি পরবর্তীতে পরিষ্কারক হিসেবে কাজ করতেন। উইলিয়াম ও এভিস ১৮৯১ সালের এপ্রিল মাসে বিয়ে করেন এবং ব্যারির টুয়েলভ গ্রিনউড স্ট্রিটে বসবাস করতেন। পরে তারা সেখান থেকে ব্রিস্টলের হোয়াইটহল ও সেন্ট জর্জে চলে যান। ১৯০৮ সালে এসএস ফিলাডেলফিয়াতে করে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। ওহাইওর ক্লিভল্যান্ডে যাওয়ার পূর্বে তারা ১৯০৮ সালের ৩০শে মার্চ নিউ ইয়র্কের এলিস দ্বীপে ছিলেন।[4]

পুরস্কার ও সম্মাননা

একাডেমি সম্মানসূচক পুরস্কার

তথ্যসূত্র

  1. জগলিন, রিচার্ড (৩০ নভেম্বর ২০১৭)। "This is Bob Hope... Biography"পিবিএস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮
  2. "Bob Hope"লন্ডন রিমেম্বারস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮
  3. "Celebrating Bob Hope's Barry connections - Barry Island Ideas Banks"barryideasbank.crowdicity.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮
  4. মোরেনো ২০০৮, পৃ. ৮৮।

গ্রন্থপঞ্জি

  • মোরেনো, ব্যারি (২০০৮)। Ellis Island's Famous Immigrants (ইংরেজি ভাষায়)। চার্লস্টন: আর্কাডিয়া। আইএসবিএন 978-0-7385-5533-1।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.