শার্লি টেম্পল

শার্লি টেম্পল (ইংরেজি: Shirley Temple Black; ২৩শে এপ্রিল ১৯২৮ - ১০ই ফেব্রুয়ারি ২০১৪)[lower-alpha 1] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী, ব্যবসায়ী এবং কূটনীতিক। তিনি ১৯৩৫ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত শিশুশিল্পী হিসেবে হলিউডের শীর্ষ বক্স অফিস তারকা ছিলেন। প্রাপ্তবয়স্ক টেম্পল ঘানা ও চেকস্লোভাকিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন।

শার্লি টেম্পল
Shirley Temple
১৯৪৮ সালে টেম্পল
২৭তম চেকস্লোভাকিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
কাজের মেয়াদ
২৩ আগস্ট ১৯৮৯  ১২ জুলাই ১৯৯২
রাষ্ট্রপতিজর্জ হারবার্ট ওয়াকার বুশ
পূর্বসূরীজুলিয়ান নিয়েমশিক
উত্তরসূরীআদ্রিয়ান এ. বাসোরা
১৮তম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান
কাজের মেয়াদ
১ জুলাই ১৯৭৬  ২১ জানুয়ারি ১৯৭৭
রাষ্ট্রপতিজেরাল্ড ফোর্ড
জিমি কার্টার
পূর্বসূরীহেনরি ই. ক্যাটো জুনিয়র
উত্তরসূরীইভান ডোবেল
৯ম ঘানায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
কাজের মেয়াদ
৬ ডিসেম্বর ১৯৭৪  ১৩ জুলাই ১৯৭৬
রাষ্ট্রপতিজেরাল্ড ফোর্ড
পূর্বসূরীফ্রেড এল. হ্যাডসেল
উত্তরসূরীরবার্ট পি. স্মিথ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২৮-০৪-২৩)২৩ এপ্রিল ১৯২৮
সান্তা মনিক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু১০ ফেব্রুয়ারি ২০১৪(2014-02-10) (বয়স ৮৫)
উডসাইড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিস্থলআল্টা মেসা মেমোরিয়াল পার্ক, পালো আল্টো, ক্যালিফোর্নিয়া
রাজনৈতিক দলরিপাবলিকান
দাম্পত্য সঙ্গীজন অ্যাগার
(বি. ১৯৪৫; বিচ্ছেদ. ১৯৫০)

চার্লস অ্যাল্ডেন ব্ল্যাক
(বি. ১৯৫০; মৃ. ২০০৫)
সন্তান৩, লরি ব্ল্যাক-সহ
পেশা
  • অভিনেত্রী
  • গায়িকা
  • নৃত্যশিল্পী
  • ব্যবসায়ী
  • কূটনীতিক
স্বাক্ষর
ওয়েবসাইটshirleytemple.com

টেম্পল ১৯৩২ সালে তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। দুই বছর পর তিনি ব্রাইট আইজ ছবির মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। ১৯৩৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি শিশুশিল্পী হিসেবে তার কাজের জন্য বিশেষ কিশোর একাডেমি পুরস্কার লাভ করেন। ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে তার অভিনীত কার্লি টপহেইডি ছবিটি দুটি হিট তকমা লাভ করে। কিশোর বয়সে তার বক্স অফিস জনপ্রিয়তা কমতে থাকে।[1] কিশোর বয়সে তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন এবং ১৯৫০ সালে ২২ বছর বয়সে চলচ্চিত্র থেকে অবসর নেন।[2]

১৯৫৮ সালে তিনি পুনরায় অভিনয়ে ফিরে আসেন এবং একটি রূপকথা অবলম্বনে নির্মিত দুই মৌসুমের টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। ১৯৬০-এর দশকের শুরুর দিকে তিনি কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি চরিত্রে কাজ করেন। তিনি কয়েকটি প্রতিষ্ঠানের বোর্ড সদস্য ছিলেন, যার মধ্যে রয়েছে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি, দেল মন্তে ফুডস, ও ন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফেডারেশন।

তিনি ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়োগপ্রাপ্ত হন এবং দূত চার্লস ডব্লিউ. ইয়স্টের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশনে কাজ করেন। এর মাধ্যমে কূটনীতিক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ১৯৮৮ সালে তিনি চাইল্ড স্টার শিরোনামে তার আত্মজীবনী প্রকাশ করেন।[3]

টেম্পল অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল কেনেডি সেন্টার সম্মাননা ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আজীবন সম্মাননা পুরস্কারআমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের করার ধ্রুপদী হলিউড চলচ্চিত্র শিল্পের শ্রেষ্ঠ নারী মার্কিন পর্দা কিংবদন্তি তালিকায় তার অবস্থান ১৮তম।

টীকা

  1. While Temple occasionally used "Jane" as a middle name, her birth certificate reads "Shirley Temple". Her birth certificate was altered to prolong her babyhood shortly after she signed with Fox in 1934; her birth year was advanced from 1928 to 1929. Even her baby book was revised to support the 1929 date. She confirmed her true age when she was 21 (Burdick 5; Edwards 23n, 43n).

তথ্যসূত্র

  1. "Shirley Temple"বায়োগ্রাফি.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৮
  2. উইন্ডেলার, পৃ. ২৬
  3. Child Star (ইংরেজি ভাষায়)। ম্যাকগ্র-হিল। ১৯৯৮। আইএসবিএন 978-0-07-005532-2।

বহিঃসংযোগ

পূর্বসূরী
ফ্রেড এল. হ্যাডসেল
ঘানায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
১৯৭৪–১৯৭৬
উত্তরসূরী
রবার্ট পি. স্মিথ
পূর্বসূরী
হেনরি ই. ক্যাটো জুনিয়র
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান
১৯৭৬–১৯৭৭
উত্তরসূরী
ইভান ডোবেল
পূর্বসূরী
জুলিয়ান নিয়েমসজিক
চেকস্লোভাকিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
১৯৮৯–১৯৯২
উত্তরসূরী
আদ্রিয়ান এ. বাসোরা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.