জেরাল্ড ফোর্ড

জেরাল্ড ফোর্ড (পুরোনামঃ জেরাল্ড রুডলফ ফোর্ড)(ইংরেজিঃ Gerald Rudolph Ford)(জন্ম জুলাই ১৪, ১৯১৩- ডিসেম্বর ২৭, ২০০৬) মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম রাষ্ট্রপতি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫ তম সংশোধনীর অধীনে উপ-রাষ্ট্রপতির পদ লাভ কারী প্রথম ব্যক্তি, এবং এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি - কোন পদেই নির্বাচিত হন নাই।তিনি ৪০তম উপ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।ঠান্ডা যুদ্ধের সময় হেলসিঙ্কি চুক্তির স্বাক্ষরের জন্য তিনি বিখ্যাত। ২০০৬ সালের ২৭ ডিসেম্বর জেরাল্ড ফোর্ড মৃত্যবরণ করেন।

জেরাল্ড ফোর্ড
১৯৭৪ সালে জেরাল্ড ফোর্ড।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮ তম রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
৯ আগষ্ট, ১৯৭৪  ২০ জানুয়ারি, ১৯৭৭
উপরাষ্ট্রপতিকেউনা
পূর্বসূরীরিচার্ড নিক্সন
উত্তরসূরীজিমি কার্টার
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম ভাইস প্রেসিডেন্ট
কাজের মেয়াদ
৬ ডিসেম্বর, ১৯৭৩  ৯ আগষ্ট, ১৯৭৪
রাষ্ট্রপতিরিচার্ড নিক্সন
পূর্বসূরীস্পাইরো এ্যাগনিউ
উত্তরসূরীনেলসন রকফেলার
ব্যক্তিগত বিবরণ
জন্মলেসলী লিংক কিং, জুনিয়র(Leslie Lynch King, Jr.)
১৪ জুলাই,১৯১৩
ওমাহা, নেব্রাস্কা
মৃত্যু২৬ ডিসেম্বর ২০০৬
রাজনৈতিক দলরিপাবলিকান
প্রাক্তন শিক্ষার্থীমিসিগান বিশ্ববিদ্যালয়
পেশাআইন
পুরস্কারএশিয়া প্যাসেফিক ক্যাম্পেইন মেডেল(Asiatic-Pacific Campaign Medal)
স্বাক্ষর
সামরিক পরিষেবা
পদলেফ্টেন্যান্ট কমান্ডার
যুদ্ধ২য় বিশ্বযুদ্ধ

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.