হো চি মিন

হো চি মিন (ভিয়েতনামীয়: Hồ Chí Minh, ভিয়েতনামীয় উচ্চরণ: [hô̤ tɕǐmɪŋ], Chữ Nôm: 胡志明), (জন্ম: ১৯শে মে ১৮৯০-মৃত্যু: ৩রা সেপ্টেম্বর ১৯৬৯) ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা, যিনি পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী (১৯৪৬–১৯৫৫) এবং রাষ্ট্রপতির (১৯৪৫–১৯৬৯) পদে আসীন ছিলেন। তিনি ডেমোক্রাটিক রিপাবলিক অব ভিয়েতনামের প্রতিষ্ঠাতা। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি আমৃত্যু ভিয়েত কং-এর নেতৃত্ব দান করেন।

হো চি মিন
হো চি মিন (সন ১৯৪৬)
ডেমোক্রাটিক রিপাবলিক অফ ভিয়েতনাম রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
২রা সেপ্টেম্বর ১৯৪৫  ৩রা সেপ্টেম্বর ১৯৬৯
পূর্বসূরীবাও দাই (ভিয়েতনাম সম্রাটরূপে)
উত্তরসূরীতন দুক থাং
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯০-০৫-১৯)১৯ মে ১৮৯০
নোঁঘ অ্যান প্রদেশ, ফ্রেঞ্চ ইন্দোচায়না
মৃত্যু৩ সেপ্টেম্বর ১৯৬৯(1969-09-03) (বয়স ৭৯)
হানই, ডেমোক্রাটিক রিপাবলিক অফ ভিয়েতনাম
জাতীয়তাভিয়েতনামী
রাজনৈতিক দলভিয়েতনামের ওয়ার্কার্স পার্টি
স্বাক্ষর

হো চি মিন ভিয়েত মিন স্বাধীনতা সংগ্রামের পুরোধা ছিলেন। ১৯৪১ সালের পরবর্তী সময়ে তার নেতৃত্বেই স্বাধীনতা সংগ্রাম বজায় থাকে, এবং ১৯৪৫ সালে কমিউনিস্ট শাসিত ডেমোক্রাটিক রিপাবলিক অফ ভিয়েতনাম সরকার প্রতিষ্ঠা হয়। যারা ১৯৫৪ সালে ফ্রেঞ্চ ইউনিয়নকে দিয়েন বিয়েন ফু যুদ্ধে পরাস্ত করে। এই যুদ্ধের প্রধান ছিলেন ভিয়েতনাম গণফৌজ এর প্রতিষ্ঠাতা ভো নগুয়েন গিয়াপ। উত্তর ভিয়েতনামের রাজনীতিতে তার প্রভাব ১৯৫০-এর দশকের শেষভাগে সীমিত হয়ে আসে। কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তিনি রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। দক্ষিণ ভিয়েতনামের পতনের পর সেখানকার পূর্বতন রাজধানী সাইগনের নাম পাল্টে হো চি মিন শহর রাখা হয় তার সম্মানার্থে।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    রাজনৈতিক দপ্তর
    পূর্বসূরী
    বাও দাই
    সম্রাটরূপে হিসেবে
    গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের রাষ্ট্রপতি
    ২রা সেপ্টেম্বর ১৯৪৫ – ২রা সেপ্টেম্বর ১৯৬৯
    উত্তরসূরী
    তন দুক থাং
    পূর্বসূরী
    তান তং কিম
    Prime Minister of the Empire of Vietnam হিসেবে
    গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী
    ২রা সেপ্টেম্বর ১৯৪৫ – ২০শে সেপ্টেম্বর ১৯৫৫
    উত্তরসূরী
    ফম ভন ডং
    পার্টির রাজনৈতিক কার্যালয়
    পূর্বসূরী
    নতুন পদবী
    ভিয়েতনামের ওয়ার্কার্স পার্টির রাষ্ট্রপতি
    ১৯৫১ – ১৯৬৯
    উত্তরসূরী
    নেই
    Lê Duẩn as first secretary in 1960
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.