এনভার হোক্সহা

এনভার হালিল হোক্সহা (১৬ অক্টোবর ১৯০৮ - ১১ এপ্রিল ১৯৮৫) একজন আলবেনিয়া এন কমিউনিস্ট রাজনীতিবিদ যিনি ১৯৪৪ সাল থেকে ১৯৮৫ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত আলবেনিয়ার পার্টি অফ লেবার অব পার্টির প্রথম সচিব তিনি আলবানিয়া গণতান্ত্রিক ফ্রন্ট এর চেয়ারম্যান এবং ১৯৪৪ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। তিনি ১৯৪৪ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ২২ম আলবেনিয়ার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সময়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন।[1]

এনভার হোক্সহা
আলবেনিয়ার পার্টি অব লেবারের প্রথম সেক্রেটারি
কাজের মেয়াদ
৮ নভেম্বর ১৯৪১  ১১ এপ্রিল ১৯৮৫
পূর্বসূরীঅবস্থান প্রতিষ্ঠিত
উত্তরসূরীরমিজ আলিয়া
২২ন্ আলবেনিয়ার প্রধানমন্ত্রী ড
কাজের মেয়াদ
২২ অক্টোবর ১৯৪৪  ১৯ জুলাই ১৯৫৪
রাষ্ট্রপতিওমর নিশানী
হ্যাকশি লেলেশি
ডেপুটিমাইস্লিম পেজা
কোয়ে জক্স
মেহমেট শেহু
পূর্বসূরীইব্রাহিম বিয়াকিয়াইউ
উত্তরসূরীমেহমেট শেহু
বিদেশ বিষয়ক মন্ত্রী
কাজের মেয়াদ
২২ মার্চ ১৯৪৬  ২৩ জুলাই ১৯৫৩
প্রধানমন্ত্রীনিজে
পূর্বসূরীওমর নিশানী
উত্তরসূরীবেহার শ্ত্তিলা
ব্যক্তিগত বিবরণ
জন্মএনভার হালিল হোক্সহা
(১৯০৮-১০-১৬)১৬ অক্টোবর ১৯০৮
এরগিরি (জিজিরোকাস্টার), জেনিনা ভাইলেট, অটোমান সাম্রাজ্য
মৃত্যু১১ এপ্রিল ১৯৮৫(1985-04-11) (বয়স ৭৬)
তিরানা, আলবেনিয়া
মৃত্যুর কারণভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন
সমাধিস্থলপিপলস কবরস্থান, তিরানা, আলবেনিয়া
জাতীয়তাআলবেনীয়
রাজনৈতিক দলপার্টি অফ লেবার অফ আলবেনিয়া
দাম্পত্য সঙ্গীনক্ষ্মিজে হোক্সহা
সন্তান
  • ইলির
  • সকল
  • প্রাণভরা
প্রাক্তন শিক্ষার্থীমন্টপিলিয়ার বিশ্ববিদ্যালয়
ব্রাসেলস ফ্রি বিশ্ববিদ্যালয়
স্বাক্ষর

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.