নূর মিসুয়ারী

নূর মিসুয়ারী (বরং মার্চ ৩, ১৯৩৯) মোরা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এর প্রতিষ্ঠাতা এবং নেতা বিপ্লবী এবং রাজনীতিবিদ, মোরো মানুষ মোরো

নূর মিসুয়ারী
মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো[1]
বাংসামোরো রিপাব্লিক এর প্রেসিডেন্ট (অচেনা)
কাজের মেয়াদ
অগাস্ট ১২, টো১৩  সেপ্টেম্বর ২৮, টো১৩
৩র্ড গভর্নর অফ অটোনমাস রিজিওন অফ মুসলিম মিন্দানাও
কাজের মেয়াদ
১৯৯৬  টো০১
রাষ্ট্রপতিফিদেল রামোস (১৯৯২-১৯৯৮)
জোসেফ এস্ত্রাদা (১৯৯৮-টো০১)
গ্লোরিয়া মাকেপাগল-আররও (টো০১-টো১০)
পূর্বসূরীলিনিনডিং পানগান্দামান
উত্তরসূরীআলভারেজ ইস্যাজী
ব্যক্তিগত বিবরণ
জন্মনুরলালজি পিনং মিসুয়ারি
(1939-03-03) ৩ মার্চ ১৯৩৯
তোপুল, সুলু, ফিলিপাইনের কমনওয়েলথ
দাম্পত্য সঙ্গীদেসদিমনা তন্ (ডিসিজদ)
এলেওনরা রোহাইদা তন্
তারহাট ইব্রাহিম
মাইমুনা পালালিসন
উঁইডেন্টিফায়েড সুবানেন ওম্যান
শেরি রাহিম
প্রাক্তন শিক্ষার্থীইউনিভার্সিটি অফ টি ফিলিপিন্স
ধর্মসুন্নি ইসলাম
সামরিক কর্মজীবন
আনুগত্য মঙলফ
কার্যকাল১৯৭০স – প্রেসেন্ট

ব্যক্তিগত জীবন

নূর মিসৌরি ৩ মার্চ, ১৯৩২ সালে তাপুল, সুলু, ফিলিপাইন এ জন্মগ্রহণ করেন। ফিলিপাইন বিশ্ববিদ্যালয়, 'ইউ.পি. জীববিজ্ঞানী ডিরেক্টরি, সাপ্লিমেন্ট ১, ফিলিপাইনের বিশ্ববিদ্যালয়, কুইজোন সিটি (১৯৭০) দশজনের চতুর্থ, তার পিতা-মাতা তাওসুগ মানুষ তাউসুগ - সামা-বাজু সম্প্রদায়ের লোকজন বংশধর এবং কাবিং-এ, ট্যাপুল আইল্যান্ড থেকে এসেছেন। তার পিতা ছিলেন সালাদউদ্দীন মিসৌরি, যিনি একজন জেলে ছিলেন, এবং তার মা ছিলেন দিন্দঙ্গাইল পিনিং। নূর মিসৌরি পংলিমিয়া মাহাবাসের এলিদজীর সরাসরি বংশধর, ত্রিশু সুলতানাত থেকে তৌসুগ যোদ্ধা এবং প্রতিনিধি যিনি তিনি ব্রুনাইর সুলতানাত বাহিনীকে সুলতানের অধীনে ব্রুনাইয়ের মুহিদ্দীন মুহিউদ্দীন অধীন বাহিনীকে সাহায্য করেন)। ব্রুনেই গৃহযুদ্ধের গৃহযুদ্ধ উত্তরে বোর্নেও, পরে সাবাহের পূর্ব অংশকে সুলতান মুহাইদিন কর্তৃক তৌসুগকে পুরস্কৃত করা হয়।

রেফারেন্সেস

  1. Abdullah Osman (আগস্ট ২, ২০১৪)। "MISUARI CALLS FOR UNITY OF ALL BANGSAMORO FREEDOM FIGHTERS"mnlfnet.com। BANGSAMORO News Agency। জুন ১০, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২, ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.