ওথেলো সারাইভা দে কার্ভালহো
অটলো নুনো রোমিও সারাইভ দে কার্ভালোহ (জন্ম ৩১ আগস্ট ১৯৩৬), একটি অবসরপ্রাপ্ত পর্তুগিজ সামরিক কর্মকর্তা। তিনি লিসবন এ ১৯৭৪ সালের কর্ণন বিপ্লব প্রধান কৌশলবিদ ছিলেন। বিপ্লবের পর, ওথেলো প্রথম পর্তুগিজ প্রাদেশিক সরকার ওয়াসকো গোপালভস এবং ফ্রান্সিস্কো ডি কোস্টা গোমেস এবং সামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান সিপিকন বরাবর নেতৃত্বের ভূমিকা পালন করে। ১৯৭৬ সালে ওথেলো প্রথম পর্তুগিজ রাষ্ট্রপতি নির্বাচন, ১৯৭৬ সালের পর্তুগিজ রাষ্ট্রপতি নির্বাচন দৌড়ে এসেছিলেন, যেখানে তিনি দূরবর্তী বাম থেকে আসেন তার সমর্থনের ভিত্তি দিয়ে দ্বিতীয় স্থান দখল করেন। ১৯৮০ সালে ওথেলো বিতর্কিত এপ্রিল ২৫ জনপ্রিয় বাহিনী সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল।[1]
ওথেলো সারাইভা দে কার্ভালহো এমএসএমএম • জিসিএল • ম্পসে | |
---|---|
![]() | |
ডাকনাম | ওথেলো |
জন্ম | লৌরেনকো মারকুইস, পর্তুগিজ মোজাম্বিক | ৩১ আগস্ট ১৯৩৬
আনুগত্য | ![]() |
সার্ভিস/শাখা | ![]()
|
কার্যকাল | ১৯৫৫–১৯৮৪ |
পদমর্যাদা | লিউটেনান্ট-কর্নেল |
যুদ্ধ/সংগ্রাম | পর্তুগিজ কলোনিয়াল ওয়ার
|
পুরস্কার | গ্রান্ড ক্রস অফ টি অর্ডার অফ লিবার্টি |
অন্যান্য কাজ | ক্যান্ডিডেট তো প্রেসিডেন্ট অফ পর্তুগাল |
তথ্যসূত্র
- "Biografia de Otelo Saraiva de Carvalho"। RTP Archives। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.