সালাহ জাহিদ
সালাহ জাহিদ (১৯২৬ – ১৯ অগাস্ট ১৯৯৩) সিরিয়াতে আরব সমাজতান্ত্রিক বাথ পার্টির সিরিয়া এন সাধারণ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশটির ১৯৬৬ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত "সত্যিকারের" নেতা
খালিদ বকদশ | |
---|---|
![]() | |
সহকারী আঞ্চলিক সম্পাদক এর সিরিয়ার আঞ্চলিক শাখা | |
কাজের মেয়াদ ১ আগস্ট, ১৯৬৫ – ১৩ নভেম্বর, ১৯৭০ | |
আঞ্চলিক সম্পাদক | আমিন আল হাফিজ নুরেদ্দীন আল-আতসি |
পূর্বসূরী | মুহাম্মদ আয-জুবি |
উত্তরসূরী | জাবের বাজবউজ |
চিফ অফ স্টাফ সিরিয়ান আর্মি | |
কাজের মেয়াদ ১১ নভেম্বর, ১৯৬৩ – ১৯৬৬ | |
পূর্বসূরী | জিয়াদ আল-হরিরি |
উত্তরসূরী | আহমদ সুবায়দানি |
আঞ্চলিক কমান্ড এর সদস্য সিরিয়ার আঞ্চলিক শাখা | |
কাজের মেয়াদ মার্চ ১৯৬৬ – ১৩ নভেম্বর, ১৯৭০ | |
কাজের মেয়াদ ১ ফেব্রুয়ারী, ১৯৬৪ – ১৯ ডিসেম্বর, ১৯৬৫ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯২৬ ডিভির বাবদা, লাতাকিয়া, সিরিয়া |
মৃত্যু | ১৯ আগস্ট ১৯৯৩ ৬৬–৬৭) দামেস্ক, সিরিয়া | (বয়স
জাতীয়তা | সিরিয়ান |
রাজনৈতিক দল | সিরিয়ার আঞ্চলিক শাখা প্রথম আরব সমাজতান্ত্রিক বাথ পার্টি (১৯৪৭–১৯৬৬) এবং তারপরে সিরিয়ান অধ্যুষিত আরব সমাজতান্ত্রিক বাথ পার্টি |
ধর্ম | আলাওয়েট ইসলাম |
সামরিক পরিষেবা | |
কাজের মেয়াদ | ১৯৪৬–১৯৭০ |
পদ | ![]() |
প্রাথমিক জীবন এবং কর্মজীবন
জাদির জন্ম ১৯২৬ সালে ডিউইর বাবদ গ্রামে, উপকূলীয় শহর জাভেজ এর নিকটবর্তী হাদ্দিন উপজাতির একটি আলাউয়েত পরিবারে হয়েভের, ঠেরে ২ আনথের রিপোর্ট স্টাটিং হিস্ বির্থ যেয়ার এস ১৯২৪.[1] তিনি হোমস মিলিটারি একাডেমী এ অধ্যয়ন করেন এবং ১৯৪৬ সালে সিরিয়ান আর্মি তে প্রবেশ করেন।
জাদিদ মূলত সিরিয়ার সোশ্যাল ন্যাশনালস্ট পার্টি (এসএসএনপি) -এর সদস্য ছিলেন, কিন্তু পরে মিশেল আফলাক এর নেতৃত্বে বাথ পার্টির আরব সমাজবাদী বাথ পার্টি সদস্য হন। এবং সালাহ আল-দিদান আল-বিটার, ১৯৫০ এর দশকে আকরাম আল-হাওয়ারানী -এর সহযোগীতার মাধ্যমে।
তথ্যসূত্র
- Bulloch, John (২৩ আগস্ট ১৯৯৩)। "Obituary: Salah Jadid"। The Independent। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.