দামেস্ক
দামেস্ক (আরবি: دمشق ) সিরিয়ার আরব প্রজাতন্ত্রের রাজধানী; যুদ্ধের কারণে আলেপ্পোর জনসংখ্যা হ্রাসের পরে এটিও দেশের বৃহত্তম শহর। সভ্যতার প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস নিয়ে আলোচনা হবে কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্কের নাম উঠে আসবে না এটা কল্পনা করাও দুরূহ ব্যাপার। প্রায় দশ হাজার বছর ধরে মানুষের বসতির চিহ্ন মেলে এখানে। তাই অনেকেই দাবি করেন দামেস্কই পৃথিবীর প্রাচীনতম শহর। তবে এখনও সেই দাবির পক্ষে জোরালো প্রমাণ মেলেনি। সেই আলেকজান্ডার দ্যা গ্রেট, পম্পেই থেকে শুরু করে খালেদ ইবনে ওয়ালিদের মত অসাধারণ সব বিজেতার পদধূলিতে যুগ যুগ ধরে ধন্য দামেস্কের মাটি।[1][2]

স্পট উপগ্রহ থেকে বসন্তে দামেস্ক দেখা যায়

মাউন্ট কাসিয়ুন শহরটিকে উপেক্ষা করে
দামেস্ক دمشق (আরবি) | ||
---|---|---|
শহর | ||
![]() | ||
| ||
সিরিয়া সরকার | দামেস্ক গভর্নমেন্ট, রাজধানী শহর | |
আয়তন | ||
• শহর | ১০৫ কিমি২ (৪১ বর্গমাইল) | |
• পৌর এলাকা | ৭৭ কিমি২ (২৯.৭৩ বর্গমাইল) | |
উচ্চতা | ৬৮০ মিটার (২২৩০ ফুট) | |
জনসংখ্যা (২০০৯ সাল) | ||
• শহর | ১৭,১১,০০০ | |
• জনঘনত্ব | ২২২২০.৮/কিমি২ (৫৭৫৫১.৩/বর্গমাইল) | |
• পৌর এলাকা | ২.৯০ | |
এলাকা কোড | দেশের কোড: 963, শহর কোড: ১১ | |
ভৌগোলিক কোড | সি১০০১ | |
ওয়েবসাইট | www |
জিওগ্রাফি
তথ্যসূত্র
- Central Bureau of Statistics Syria Syria census 2004 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মার্চ ২০১৩ তারিখে
- Vienna unbeatable as world's most liveable city, Baghdad still worst. Reuters. Retrieved February 14, 2019.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.