ভ্লাদিস্লা গোমুলকা
ভ্লাদিস্লা গোমুলকা (৬ ফেব্রুয়ারি ১৯০৫ - ১ সেপ্টেম্বর ১৯৮২) একজন পোলিশ কমিউনিস্ট রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৪৮ সাল অবধি যুদ্ধ-পরবর্তী পোল্যান্ডের নেতা ছিলেন। তিনি একটি সমাজতন্ত্র পোলিশ উপায় খুঁজছেন তবে ১৯৬০ এর দশকে তিনি আরও কঠোর ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছিলেন - এই সিস্টেমকে অস্থিতিশীল করার ভয়ে তিনি পরিবর্তন আনার বা অনুমতি দেওয়ার দিকে ঝুঁকছিলেন না। ১৯৬০ এর দশকে তিনি ক্যাথলিক চার্চ এবং বুদ্ধিজীবীদের (বিশেষত লেজেক কোকাকোস্কি, যাকে প্রবাসে বাধ্য করা হয়েছিল) অত্যাচারকে সমর্থন করেছিলেন।[1]
ভ্লাদিস্লা গোমুলকা | |
---|---|
![]() | |
পোলিশ ইউনাইটেড ওয়ার্কার্স পার্টির প্রথম সেক্রেটারি | |
কাজের মেয়াদ ২১ অক্টোবর ১৯৫৬ – ২০ ডিসেম্বর ১৯৭০ | |
পূর্বসূরী | এডওয়ার্ড অচব |
উত্তরসূরী | এডওয়ার্ড গিএরেক |
পোলিশ ওয়ার্কার্স পার্টির প্রথম সেক্রেটারি | |
কাজের মেয়াদ ১৯৪৩ – ১৯৪৮ | |
পূর্বসূরী | পাভেল সন্ধানকারী |
উত্তরসূরী | বলেস্লাও বিরুত |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ক্রোসনো, অস্ট্রিয়া-হাঙ্গেরি | ৬ ফেব্রুয়ারি ১৯০৫
মৃত্যু | ১ সেপ্টেম্বর ১৯৮২ ৭৭) কনস্ট্যানসিন, পোল্যান্ড | (বয়স
জাতীয়তা | পোলিশ |
রাজনৈতিক দল | পোলিশ ওয়ার্কার্স পার্টি পোলিশ ইউনাইটেড ওয়ার্কার্স পার্টি |
দাম্পত্য সঙ্গী | লিওয়া (জোফিয়া) জাত সজোঁকেন (১৯০২–১৯৮৬) |
সন্তান | এয়া রিস্যার্ড আর এক ছেলে |
জীবিকা | রাজনীতিজ্ঞ |
তথ্যসূত্র
- WP (৭ মার্চ ২০১৫)। "Władysław Gomułka – gorliwy samouk"। Galerie: "Dyktatura ciemniaków"। Wiadomości। পৃষ্ঠা 2।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.