ওয়াল্টার উলব্রিচত
ওয়াল্টার আর্নস্ট পল উলব্রিচত (৩০ জুন ১৮৯৩ - ১ আগস্ট ১৯৭৩) ছিলেন একজন জার্মান কমিউনিস্ট রাজনীতিবিদ। উলব্রিশ্ট প্রবাসে ওয়েমার - যুগ জার্মানির কমিউনিস্ট পার্টি (কেপিডি) এবং পরে নাজি শাসনের বছরগুলি কাটাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন পূর্ব জার্মানিতে জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র এর প্রথম বিকাশ এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন তে। ১৯৫০ সাল থেকে ১৯ ১৯৭১ সাল পর্যন্ত সমাজতান্ত্রিক পার্টি এর প্রথম সচিব হিসাবে তিনি পূর্ব জার্মানির প্রধান সিদ্ধান্ত নির্বাহী ছিলেন। ১৯৬০ সালে রাষ্ট্রপতি উইলহেলম পাইক এর মৃত্যু থেকে ১৯ ১৯৭৩ সালে তার নিজের মৃত্যুর আগ পর্যন্ত তিনি পূর্ব জার্মানির রাষ্ট্রপ্রধানও ছিলেন।[1]
ওয়াল্টার উলব্রিচত | |
---|---|
![]() | |
জার্মানির সমাজতান্ত্রিক পার্টির প্রথম সচিব | |
কাজের মেয়াদ ২৫ জুলাই ১৯৫০ – ৩ মে ১৯৭১ (১৯৭৩ ১ সালের ১ আগস্ট সম্মানসূচক চেয়ারম্যান হিসাবে) | |
পূর্বসূরী | উইলহেলম পাইক এবং ওত্তো গ্রটেবলল (যৌথ সভাপতিত্ব) |
উত্তরসূরী | এরিখ হোনেকার |
রাজ্য কাউন্সিলের চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ১২ সেপ্টেম্বর ১৯৬০ – ১ আগস্ট ১৯৭৩ | |
পূর্বসূরী | উইলহেলম পাইক রাজ্য রাষ্ট্রপতি হিসাবে |
উত্তরসূরী | উইল স্টফ |
জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান মো | |
কাজের মেয়াদ ১০ ফেব্রুয়ারী ১৯৬০ – ১৯৭১ | |
পূর্বসূরী | অফিস প্রতিষ্ঠিত |
উত্তরসূরী | এরিখ হোনেকার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ওয়াল্টার আর্নস্ট পল উলব্রিচত ৩০ জুন ১৮৯৩ লাইপজিগ, স্যাক্সনি, জার্মান সাম্রাজ্য (এখন লাইপজিগ, স্যাক্সনি, জার্মানি) |
মৃত্যু | ১ আগস্ট ১৯৭৩ ৮০) টেম্পলিন, পূর্ব জার্মানি (এখন টেম্পলিন, ব্র্যান্ডেনবার্গ, জার্মানি) | (বয়স
মৃত্যুর কারণ | ঘাই |
জাতীয়তা | পূর্ব জার্মান |
রাজনৈতিক দল | এসপিডি (১৯১২–১৯১৭) ইউএসপিডি (১৯১৭–১৯২০) কেপিডি (১৯২০–১৯৪৬) এসইডি (১৯৪৬–১৯৭৩) |
দাম্পত্য সঙ্গী | মার্থা শেমলিনস্কি (১৯২০ – ?) লোটে কান (১৯৫৩–১৯৭৩) |
জীবিকা | তক্ষক |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | ![]() |
শাখা | জার্মান সেনা |
কাজের মেয়াদ | ১৯১৫–১৯১৮ |
পদ | জেফ্রেইটের |
যুদ্ধ | প্রথম বিশ্বযুদ্ধ
|
তথ্যসূত্র
- "Walter Ulbricht: Herausgegeben von Egon Krenz," Publisher Das Neue Berlin (The New Berlin), 2013
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.