গাফার নিমাইরি

জাফর মুহাম্মদ নিমাইরি (২৬ এপ্রিল ১৯৩০ - ৩০ মে ২০০৯) ১৯৬৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সুদান এর রাষ্ট্রপতি ছিলেন।[1]

জাফর নিমাইরি
চেয়ারম্যান ড জাতীয় বিপ্লবী কমান্ড কাউন্সিল
কাজের মেয়াদ
২৫ মে, ১৯৬৯  ১২ অক্টোবর, ১৯৭১
ডেপুটিবাবিকর আওদাল্লা
পূর্বসূরীইসমাইল আল আজহারী
উত্তরসূরীনিজে রাষ্ট্রপতি হিসাবে
৪র্থ সুদানের রাষ্ট্রপতি মো
কাজের মেয়াদ
১২ অক্টোবর, ১৯৭১  ৬ এপ্রিল, ১৯৮৫
উপরাষ্ট্রপতিপ্রথম সহ-রাষ্ট্রপতি মো
আবেল আলিয়ের
মোহাম্মদ আল-বাগির আহমেদ
আবুয়েলগাসিম মোহাম্মদ হাশিম
আবদুল মজিদ হামিদ খলিল
ওমর মুহাম্মদ আল তায়েব রহ
পূর্বসূরীনিজেই চেয়ারম্যান হিসাবে জাতীয় বিপ্লবী কমান্ড কাউন্সিল
উত্তরসূরীআবদেল রহমান স্বর আল-দহাব
৯থ সুদানের প্রধানমন্ত্রী ড
কাজের মেয়াদ
২৮ অক্টোবর, ১৯৬৯  ১১ আগস্ট, ১৯৭৬
রাষ্ট্রপতিনিজে
পূর্বসূরীবাবিকর আওদাল্লা
উত্তরসূরীরশিদ বকর
কাজের মেয়াদ
১০ সেপ্টেম্বর, ১৯৭৭  ৬ এপ্রিল, ১৯৮৫
রাষ্ট্রপতিনিজে
পূর্বসূরীরশিদ বকর
উত্তরসূরীআল-জাজুলি দাফাল্লাহ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩০-০৪-২৬)২৬ এপ্রিল ১৯৩০
ওমদুরমান, সুদান
মৃত্যুমে ৩০, ২০০৯(2009-05-30) (বয়স ৭৯)
খার্তুম, সুদান
রাজনৈতিক দল
  • সুদানী সমাজতান্ত্রিক ইউনিয়ন (ক্ষমতায় থাকাকালীন)
  • পিপলস ওয়ার্কিং ফোর্সের জোট (নির্বাসন থেকে ফিরে আসার পরে, এনসিপি এনসিপি এর সাথে একীভূত হয়েছিল] তবে সুদানীস গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ইউনিয়ন ২০০৮ সালে উত্তরাধিকারী দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল)

একজন সেনা কর্মকর্তা, তিনি সামরিক অভ্যুত্থানের পরে ক্ষমতায় এসেছিলেন। তার দল, সুদানস সোশ্যালিস্ট ইউনিয়ন এর সাথে তিনি প্রথমে সমাজতান্ত্রিক এবং প্যান-আরববাদী নীতি অনুসরণ করেছিলেন। ১৯৭২ সালে তিনি অ্যাডিস আবাবা চুক্তি স্বাক্ষর করেন, প্রথম সুদানির গৃহযুদ্ধ সমাপ্ত করে। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এর মিত্র হন।[2]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.