ফুলগেনসিও বাতিস্তা

ফুলগেনশিও বাতিস্তা আয় যালদিভার(ইংরেজিঃ Fulgencio Batista y Zaldívar) (জানুয়ারি ১৬, ১৯০১- আগস্ট ৬, ১৯৭৩) ছিলেন কিউবার রাষ্ট্রপতি,একনায়ক ও সৈনিক নেতা।   ১৯৪০থেকে ১৯৪৪পর্যন্ত তিনি কিউবার নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সংযোগ ও সমর্থনে ১৯৫২ থেকে ১৯৫৯ অবধি স্বৈরশাসক হিসেবে কিউবার ক্ষমতায় ছিলেন। ১৯৫৯ সালে সংঘটিত কিউবান বিপ্লব দ্বারা বাতিস্তা ক্ষমতাচ্যুত হন।

ফুলগেনশিও বাতিস্তা
১৯৩৮ সালে বাতিস্তা
কিউবার রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
১০ই অক্টোবর ১৯৪০  ১০ই অক্টোবর ১৯৪৪
উপরাষ্ট্রপতিGustavo Cuervo Rubio
পূর্বসূরীFederico Laredo Brú
উত্তরসূরীRamón Grau
কাজের মেয়াদ
১০ই মার্চ ১৯৫২  ১লা জানুয়ারি ১৯৫৯
পূর্বসূরীCarlos Prío
উত্তরসূরীAnselmo Alliegro
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯০১-০১-১৬)১৬ জানুয়ারি ১৯০১
Banes, কিউবা
মৃত্যু৬ আগস্ট ১৯৭৩(1973-08-06) (বয়স ৭২)
Guadalmina, স্পেন[1]
জাতীয়তাকিউবান
রাজনৈতিক দলUnited Action Party, Progressive Action Party
দাম্পত্য সঙ্গী1st Elisa Godinez-Gómez
2nd Marta Fernandez Miranda de Batista
সন্তানMirta Caridad Batista Godinez
Elisa Aleida Batista Godinez
Fulgencio Rubén Batista Godinez
Jorge Batista Fernández
Roberto Francisco Batista Fernández
Carlos Batista Fernández

প্রথম জীবন

বাতিস্তা ১৯০১ সালে কিউবার বেনসের ছোট্ট শহর ভেগুইতায় জন্মগ্রহণ করেন। তার পিতা বেলিজারিও বাতিস্তা কিউবার স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি স্পেনীয়, আফ্রিকান এবং আদিবাসী ক্যারিবীয় বংশোদ্ভূত ছিলেন।

তিনি প্রথমদিকে বেনসের পাবলিক স্কুলে, ও পরে এক আমেরিকান কোয়াকার স্কুলে শিক্ষালাভ করেন। মায়ের মৃত্যুর পর ১৪ বছর বয়সে তিনি বাড়ি ত্যাগ করেন।

কর্মজীবন

১৯২১ সালে তিনি রাজধানী হাভানায় গমন করেন। একই বছরের এপ্রিলে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন।

সাঁটলিপি ও টাইপিং শেখার পর ১৯২৩ সালে তিনি সেনাবাহিনী ত্যাগ করেন। সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি স্টেনোগ্রাফির শিক্ষক হিসেবে কাজ করেন এবং পরে গার্ডিয়া রুরাল বা গ্রাম্য পুলিশে অন্তর্ভুক্ত হন। পরবর্তী তিনি সেনাবাহিনীতে ফেরত যান এবং এক রেজিমেন্টাল কর্ণেল এর সচিব হিসেবে কর্পোরাল পদে যোগদান করেন।

১৯৩৩ সালের অভ্যুত্থান

প্রথম রাষ্ট্রপতিকাল (১৯৪০-১৯৪৪)

রাষ্ট্রপতি পরবর্তীকাল

সামরিক অভ্যুত্থান ও দ্বিতীয় রাষ্ট্রপতিকাল(১৯৫২-১৯৫৯)

কিউবান বিপ্লব

মৃত্যু

বাতিস্তা ৬ই আগস্ট, ১৯৭৬ সালে স্পেনের গুয়াডালমিনায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

  1. Batista y Zaldívar, Fulgencio ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ মে ২০১০ তারিখে by Aimee Estill, Historical Text Archive.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.