পল পট

পলপট (/pɒl pɒt/; Khmer: ប៉ុល ពត; জন্ম: ১৯ মে ১৯২৫ - মৃত্যু: ১৫ এপ্রিল ১৯৯৮) ছিলেন কম্বোডিয়ার খেমাররুজ দলের নেতা। তিনি দলটির নেতৃত্বে ছিলেন ১৯৬৩ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত। তার দল রাজধানী নমপেন দখল করলে ১৯৭৫ সালে তিনি কম্বোডিয়ার শাসনক্ষমতা লাভ করেন এবং ১৯৭৯ সালে পার্শ্ববর্তী ভিয়েতনাম কর্তৃক ক্ষমতা থেকে উৎখাত হন। পলপট অত্যন্ত নিষ্ঠুর ছিলেন এবং তার চার বছরের শাসনকালে কম্বোডিয়ার ৮০ লাখ জনগোষ্ঠীর ১০ থেকে ৩০ লাখের মত লোক মারা যায়।

পলপট
পলপট ১৯৭৮ সালে
কম্বোডিয়া সমাজতান্ত্রিক দলের জেনারেল সেক্রেটারী
কাজের মেয়াদ
ফেব্রুয়ারী ১৯৬৩  ১৯৮১
পূর্বসূরীটউ সামুথ
উত্তরসূরী(দল নিষিদ্ধ)
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
১৭ এপ্রিল ১৯৭৫  ৭ জানুয়ারি ১৯৭৯
রাষ্ট্রপতিনরোদম সিহানুক
খিউ সাম্পান
ডেপুটিলেং সাড়ী
সনসেন
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.