বাথ পার্টি

আরব সোশ্যালিস্ট বাথ পার্টি (আরবি: حزب البعث العربي الاشتراكي Ḥizb Al-Ba‘ath Al-‘Arabī Al-Ishtirākī) ছিল সিরিয়ায় প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। মিশেল আফলাক, সালাহউদ্দিন আল বিতারজাকি আল আরসুজি এই দল প্রতিষ্ঠা করেন। এই দলে বাথিজম (আরবি: البعث আল বাথ বা বাথ অর্থ "রেনেসা") কে অনুসরণ করে যা আরব জাতীয়তাবাদ, প্যান আরবিজম, আরব সমাজবাদউপনিবেশবাদের বিরোধী উপাদান নিয়ে গঠিত। বাথিজম আরব বিশ্বকে একটি একক রাষ্ট্র হিসেবে একীভূত হওয়ার ডাক দেয়। এর নীতিবাক্য হল, “একতা, স্বাধীনতা, সমাজবাদ”। এর দ্বারা আরব ঐক্য এবং অনারব নিয়ন্ত্রণ ও প্রভাব থেকে স্বাধীন থাকা বোঝায়।

বাথ পার্টি
স্লোগান"ঐক্য, স্বাধীনতা, সমাজবাদ"
প্রতিষ্ঠা৭ এপ্রিল ১৯৪৭ (7 April 1947)
ভাঙ্গন২৩ ফেব্রুয়ারি ১৯৬৬ (২৩ ফেব্রুয়ারি ১৯৬৬)
একীভূতকরণআরব সোশ্যালিস্ট মুভমেন্টআরব বাথ মুভমেন্ট
পরবর্তীদুই ভাগে বিভক্ত: ইরাকি বাথ পার্টিসিরিয়ান বাথ পার্টি
সংবাদপত্রআল বাথ
মতাদর্শবাথিজম

১৯৪৭ সালের ৭ এপ্রিল আফলাক ও আল বিতারের নেতৃত্বাধীন আরব বাথ মুভমেন্ট এবং আল আরসুজির নেতৃত্বাধীন আরব বাথ দলের যুক্ত হওয়ার মাধ্যমে বাথ পার্টি জন্ম লাভ করে। দ্রুত এই দল আরব দেশগুলোতে শাখা বিস্তার করে। তবে এটি শুধু ইরাকসিরিয়ায় ক্ষমতা লাভে সমর্থ হয়। আরব বাথ পার্টি ১৯৫২ সালে আকরাম আল হাউরানির নেতৃত্বাধীন আরব সোশ্যালিস্ট পার্টির সাথে একীভূত হয়ে আরব সোশ্যালিস্ট বাথ পার্টিতে পরিণত হয়।নবগঠিত দল কিছুমাত্রায় সাফল্য লাভ করে এবং ১৯৫৪ সালের নির্বাচনে সিরিয়ার সংসদে দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয়। এরা সিরিয়ান কমিউনিস্ট পার্টির সাথে পরবর্তীতে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করে। মিশরসিরিয়া এর সদস্য ছিল। এই ইউনিয়ন ব্যর্থ হয় এবং ১৯৬১ সালে সিরিয়ার অভ্যুত্থান ইউনিয়ন ভেঙে দেয়।

ইউনিয়নটি ভেঙে যাওয়ার পর বাথ পার্টি নতুন করে গঠিত হয়। বাথ পার্টির নিয়ন্ত্রণভার বেসামরিক ব্যক্তিদের কাছ থেকে নিয়ে নেয়ার জন্য সামরিক কর্মী সৃষ্টি করা হয়। ইতিমধ্যে ইরাকের বাথ পার্টি রমজান বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করে। ১৯৬৩ সালে মাইকেল আফলাকের সম্মতিতে সামরিক কমিটি সিরিয়ার ক্ষমতা নেয়।

খুব শীঘ্রই আফলাক, আল বিতার ও মুনিফ আল রাজ্জাজের নেতৃত্বাধীন বেসামরিক অংশ এবং সালাহ জাদিদহাফিজ আল আসাদের নেতৃত্বাধীন সামরিক কমিটির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। দুই পক্ষের মধ্যে সম্পর্ক চরমে পৌছালে সামরিক কমিটি ১৯৬৬ সালে অভ্যুত্থান ঘটায়। ফলে আল রাজ্জাজ, আফলাক ও তাদের সমর্থকরা স্থানচ্যুত হন। এই বিপ্লবের পর বাথ পার্টি ইরাকি-নেতৃত্বাধীন বাথ আন্দোলন ও সিরিয়ান-নেতৃত্বাধীন বাথ আন্দোলনে বিভক্ত হয়ে পড়ে।

তথ্যসূত্র

    গ্রন্থপঞ্জি

    Articles & journals
    Bibliography
    • Ali, Tariq (২০০৪)। Bush in Babylon: The Recolonisation of IraqVersoআইএসবিএন 1-84467-512-2।
    • Anderson, Betty Signe (২০০৫)। Nationalist Voices in Jordan: The Street and the StateUniversity of Texas Pressআইএসবিএন 978-0-292-70625-5।
    • Batatu, Hanna (১৯৯৯)। Syria's Peasantry, the Descendants of Its Lesser Rural Notables, and Their PoliticsPrinceton University Pressআইএসবিএন 9780691002545।
    • Bengio, Ofra (১৯৯৮)। Saddam's Word: Political Discourse in IraqOxford University Pressআইএসবিএন 0-19-511439-6।
    • Choueiri, Youssef (২০০০)। Arab Nationalism: A History: Nation and State in the Arab WorldWiley-Blackwellআইএসবিএন 0-631-21729-0।
    • Claessen, Erik (২০১০)। Stalemate: An Anatomy of Conflicts between Democracies, Islamists, and Muslim Autocrats: An Anatomy of Conflicts between Democracies, Islamists, and Muslim AutocratsABC-CLIOআইএসবিএন 9780313384455।
    • Commins, Dean (২০০৪)। Historical Dictionary of SyriaScarecrow Pressআইএসবিএন 0-8108-4934-8।
    • Coughlin, Con (২০০৫)। Saddam: His Rise and FallHarper Perennialআইএসবিএন 0-06-050543-5।
    • Dawisha, Addid (২০০৫)। Arab nationalism in the Twentieth Century: From Triumph to DespairPrinceton University Pressআইএসবিএন 978-0-691-12272-4।
    • DeFronzo, James (২০০৯)। The Iraq War: Origins and ConsequencesWestview Pressআইএসবিএন 978-0-8133-4391-4।
    • Devlin, John (১৯৭৫)। The Baath Party: a History from its Origins to 1966 (2nd সংস্করণ)। Hoover Institute Pressআইএসবিএন 0-8179-6561-3।
    • Federal Research Division (২০০৪)। Syria: A Country StudyKessinger Publishingআইএসবিএন 978-1-4191-5022-7।
    • George, Alan (২০০৩)। Syria: Neither Bread nor FreedomZed Booksআইএসবিএন 1-84277-213-9।
    • Ghareeb, Edmund A.; Dougherty, Beth K. (২০০৪)। Historical Dictionary of Iraq। The Scarecrow Press, Ltd। আইএসবিএন 978-0-8108-4330-1।
    • Finer, Samuel; Stanley, Jay (২০০৯)। The Man on Horseback: The Role of the Military in PoliticsTransaction Publishersআইএসবিএন 978-0-7658-0922-3।
    • Goldman, Ralph Morris (২০০২)। The Future Catches Up: Transnational Parties and DemocracyiUniverseআইএসবিএন 978-0-595-22888-1।
    • Hiro, Dilip (১৯৮২)। Inside the Middle EastRoutledge & Kegan Paulআইএসবিএন 0-7100-9039-0।
    • Jones, Jeremy (২০০৭)। Negotiating Change: The New Politics of the Middle EastI.B. Taurisআইএসবিএন 978-1-84511-269-1।
    • Karsh, Afraim; Rautsi, Inari (১৯৯১)। Saddam Hussein: A Political BiographyGrove Pressআইএসবিএন 078815110X।
    • Kostiner, Joseph (২০০৭)। Conflict and Cooperation in the Gulf Region। VS Verlag। আইএসবিএন 978-3-531-16205-8।
    • Mufti, Malik (১৯৯৬)। Sovereign creations: pan-Arabism and Political order in Syria and IraqCornell University Pressআইএসবিএন 0-06-050543-5।
    • Moaddel, Mansoor, Erik (২০১০)। Islamic Modernism, Nationalism, and Fundamentalism: Episode and DiscourseUniversity of Chicago Pressআইএসবিএন 9780226533339।
    • Ministry of Information (১৯৭১)। The Socialist Arab Ba'ath: a Profound Belief। Government of the Syrian Arab Repbulic. Ministry of Information
    • Nakash, Yitzhak (২০০৩)। The Shi'is of IraqPrinceton University Pressআইএসবিএন 978-0-691-11575-7।
    • Oron, Yitzhak (১৯৬০)। Middle East Record1George Weidenfeld & Nicolson LimitedASIN B0028IN0X6
    • Peretz, Don (১৯৯৪)। The Middle East TodayGreenwood Publishing Groupআইএসবিএন 0-275-94576-6।
    • Podeh, Elie (১৯৯৯)। The Decline of Arab Unity: The Rise and Fall of the United Arabic RepublicSussex Academic Pressআইএসবিএন 1-902210-20-4।
    • Polk, William Roe (২০০৬)। Understanding Iraq: A Whistlestop Tour from Ancient Babylon to Occupied BaghdadI.B. Taurisআইএসবিএন 978-1-84511-123-6।
    • Rabinovich, Itamar (১৯৭২)। Syria Under the Baʻth, 1963–66: The Army Party SymbiosisTransaction Publishersআইএসবিএন 0-7065-1266-9।
    • Reich, Bernard (১৯৯০)। Political Leaders of the Contemporary Middle East and North Africa: A Biographical DictionaryGreenwood Publishing Groupআইএসবিএন 0313262136।
    • Salem, Paul (১৯৯৪)। Bitter Legacy: Ideology and Politics in the Arab WorldSyracuse University Pressআইএসবিএন 978-0-8156-2628-2।
    • Seale, Patrick (১৯৯০)। Asad of Syria: The Struggle for the Middle EastUniversity of California Pressআইএসবিএন 0-520-06976-5।
    • Seddon, David (২০০৪)। A Political and Economic Dictionary of the Middle EastTaylor & Francisআইএসবিএন 1-85743-212-6।
    • Sheffer, Gabriel; Ma'oz, Moshe (২০০২)। Middle Eastern Minorities and DiasporasSussex Academic Pressআইএসবিএন 978-1-902210-84-1।
    • Leslie Simmons, Geoffrey (১৯৯৩)। Libya: The Struggle for SurvivalPalgrave Macmillanআইএসবিএন 0-312-08997-X।
    • Tejei, Jordi (২০০৯)। Syria's Kurds: History, Politics and SocietyRoutledgeআইএসবিএন 978-1-134-09643-5।
    • Wright, John (১৯৮১)। Libya: A Modern HistoryTaylor & Francisআইএসবিএন 0-7099-2727-4।

    বহিঃসংযোগ

    টেমপ্লেট:Syrian political parties টেমপ্লেট:Iraqi political parties

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.