চার্লস ডারনিং
চার্লস এডওয়ার্ড ডারনিং (ইংরেজি: Charles Edward Durning; ২৮ ফেব্রুয়ারি ১৯২৩ - ২৪ ডিসেম্বর ২০১২) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি দুই শতাধিক চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও মঞ্চনাটকে অভিনয় করেন।[1] তিনি দ্য বেস্ট লিটল হোরহাউজ ইন টেক্সাস (১৯৮২) ও টু বি অর নট টু বি (১৯৮৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি দ্য স্টিং (১৯৭৩), ডগ ডে আফটারনুন (১৯৭৫), টুটসি (১৯৮২), ডিক ট্রেসি (১৯৯০) ও ও ব্রাদার, হোয়ার আর্ট দো? (২০০০) চলচ্চিত্রে অভিনয় করে প্রসিদ্ধি লাভ করেন। অভিনয় জীবন শুরুর পূর্বে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনা কর্মকর্তা ছিলেন।[2]
চার্লস ডারনিং | |
---|---|
Charles Durning | |
![]() ২০০৮ সালে মে মাসে ওয়াশিংটন ডিসিতে ডারনিং | |
জন্ম | চার্লস এডওয়ার্ড ডারনিং ২৮ ফেব্রুয়ারি ১৯২৩ হাইল্যান্ড ফলস, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৪ ডিসেম্বর ২০১২ ৮৯) ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
সমাধি | আর্লিংটন জাতীয় সমাধি ৩৮.৮৭৩৭° উত্তর ৭৭.০৬৪১° পশ্চিম |
পেশা | অভিনেতা |
কার্যকাল | ১৯৪৫-২০১২ |
দাম্পত্য সঙ্গী | ক্যারোল ডটি (বি. ১৯৫৯; বিচ্ছেদ. ১৯৭২)ম্যারি অ্যান অ্যামেলিও (বি. ১৯৭৪; বিচ্ছেদ. ২০১০) |
তথ্যসূত্র
- শুডেল, ম্যাট (২৬ ডিসেম্বর ২০১২)। "In real life and on the screen, he played countless roles"। দ্য ওয়াশিংটন পোস্ট।
- "Famous Veteran: Charles Durning"। মিলিটারি.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে চার্লস ডারনিং সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজ চার্লস ডারনিং (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে চার্লস ডারনিং
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে চার্লস ডারনিং
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে চার্লস ডারনিং
(ইংরেজি) - ফাইন্ড এ গ্রেইভে চার্লস ডারনিং
(ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.