জেমস ব্রোলিন
জেমস ব্রোলিন (ইংরেজি: James Brolin; জন্ম: ক্রেগ কেনেথ ব্রুডারলিন, ১৮ জুলাই ১৯৪০)[1] হলেন একজন মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক। তিনি টেলিভিশনে সিটকম ও সোপ অপেরা এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। ব্রোলিন টেলিভিশনে তার কাজের স্বীকৃতি হিসেবে দুটি এমি পুরস্কার ও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন। ২০১৬ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামে তারকা খচিত হয়।
.jpg)
২০১৩ সালে জেমস ব্রোলিন
তিনি অভিনেত্রী বারবারা স্ট্রাইস্যান্ডের স্বামী এবং অভিনেতা জশ ব্রোলিনের পিতা।
প্রারম্ভিক জীবন
ব্রোলিন ১৯৪০ সালের ১৮ই জুলাই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের ওয়েস্টউডে জন্মগ্রহণ করেন। তার পিতা হেনরি হার্স্ট ব্রুডারলিন ছিলেন একজন দালানকোঠা নির্মাণ ব্যবস্থাপক ও মাতা হেলেন সু (জন্মনাম: মানসুর) ছিলেন একজন গৃহিণী। দুই ভাই ও দুই বোনের মধ্যে ব্রোলিন সবার বড়।[2]
তথ্যসূত্র
- "James Brolin Biography (1940?-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮।
- "Life In Pieces Cast: James Brolin"। সিবিএস। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে জেমস ব্রোলিন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- অলমুভিতে জেমস ব্রোলিন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জেমস ব্রোলিন
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে জেমস ব্রোলিন
(ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.